লিয়ঁর ১০০ টেস্ট, ভারতের জার্সি উপহার রাহানের, নেটাগরিকদের কুর্নিশ

#ব্রিসবেন: একটা টেস্ট সিরিজ শেষের পর মুহূর্তের কোলাজ তৈরি হয়৷ সদ্যসমাপ্ত বর্ডার-গাভাস্কর ট্রফিও তার ব্যতিক্রম নয়৷ ভারত এদিন শুধু অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাক্ষীই থাকেনি, প্রতিপক্ষকে এমনটা একটা মুহূর্তের জন্ম দিয়েছে, যা কোটি কোটি ফ্যানেদের মন গলিয়ে দিয়েছে৷

মঙ্গলবার ম্যাচ শেষের পর টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে আচমকাই ডেকে নেন ন্যাথান লিয়ঁকে৷ অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার এদিন কেরিয়ারের শততম টেস্টটি খেললেন৷ এই উপলক্ষশ্যে ভারতীয় দলের সই করা একটা জার্সি তাঁকে উপহার দিলেন রাহানে৷

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসার পরেই, নেটাগরিকরা কুর্নিশ করেছেন ভারতের এই স্পোর্টিং স্পিরিটকে৷ সত্যি রাহানের টিম আরও একবার প্রমাণ করে দিল কেন ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়৷

ভারত তার সংস্কৃতির পরিচয় আন্তর্জাতিক মঞ্চে আরও একবার দেখিয়ে দিল৷ কে বলবে, এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদেরই বারবার জাতিবিদ্ধেষের শিকার হতে হয়েছে৷ এমনকী তাঁদেরকে করা হয়েছে গালিগালাজ!