ঋষভ পন্থের কাণ্ডে হেসে খুন সকলে

Viral Rishabh Pant: কোথায় বিপক্ষকে স্লেজিং করে গেম ঘেঁটে দেবেন, তার বদলে কোথায় ফিল্ডিং সাজাতে হবে বাংলাদেশকে বলে দিলেন পন্থ, তুমুল ভাইরাল ভিডিও

চেন্নাই:  ঋষভ পন্থ  বেশ রঙিন ক্রিকেটার৷  তাঁর নানারকম কাজকর্ম বিভিন্ন সময়েই শিরোনাম ছিনিয়ে নেয়৷ মাঠের পারফরম্যান্সে তিনি যেরকম নজর কাড়েন ঠিক তেমনিই তাঁর নানা মজার কীর্তিকলাপও সকলের মুখে মুখে ফেরে৷ তবে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে যেরকম ঘটনা ঘটল তার উদাহরণ আদৌ এত বছরের ক্রিকেট ইতিহাস আছে কি না তা বড় প্রশ্ন৷

ক্রিকেটে দুই বিরোধীপক্ষ সব সময়েই একে অপরের স্ট্র্যাটেজি কাটতে ব্যস্ত থাকে৷ সেক্ষেত্রে মনোসংযোগ ঘেঁটে দিতে স্লেজিং তো ভরপুর চলে- কিন্তু চিপকের প্রথম টেস্টে ঋষভ পন্থ বলে বাংলাদেশের অধিনায়ক শান্তকে বলে দিলেন ঠিক কীভাবে ফিল্ড প্লেসিং করতে হবে৷

শনিবার, বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে বিন্দাস  আনন্দের মেজাজে ছিলেন।

প্রথম ইনিংসে ৩৯ রানের পর, পন্থ তৃতীয় দিনে তাঁর কেরিয়ারের ১২ তম টেস্ট অর্ধশতরান ভেঙে দেওয়ার পর বিন্দাস ছন্দে খেলছিলেন৷  সেই সময়েই যখন ভারতীয় কিপার-ব্যাটার বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেন৷ তিনি  বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাহায্য করতে এই কাজ করছিলেন৷

 

পন্থ তাঁর প্রতিপক্ষের একজনকে অনসাইডে একজন ফিল্ডার বসানোর পরামর্শ দেন৷ ‘ভাই ইধর আয়েগা এক ফিল্ডার’ – অর্থাৎ  এখানে একজন ফিল্ডার আসবে৷

আশ্চর্যজনকভাবে শুধু যে পন্থ শান্তকে ফিল্ডিং সাজানোর পরামর্শ দিয়েছিলেন তাই নয়,  বাংলাদেশ  অধিনায়ক পন্থের পরামর্শে মাঠে ফিল্ডারদের অবস্থান পরিবর্তনও করেন৷ এই কাণ্ড দেখে কমেন্টেটররাও সকলেই চমকে যান৷

অবশ্য এর আগে এই জাতীয় ঘটনা ঘটিয়েছিলেন ভারতেরই আরও এক মহাতারকা- এমএস ধোনি৷ ২০১৯ বিশ্বকাপে ঘটেছিল সেই ঘটনা৷  সেই সময়ের  এই উইকেটরক্ষক-ব্যাটার সাব্বির রহমানকে তাঁর ট্র্যাকে থামিয়ে দিয়েছিলেন এবং তাঁকে তাঁর বাম দিকে স্কোয়ার-লেগ ফিল্ডারকে সরাতে বলেছিলেন।বোলার দ্বিতীয়বার চিন্তা পর্যন্ত করেননি এবং ফিল্ডারকে সরানোর আগে সেই সময়ে বাংলাদেশের অধিনায়ক মশরফি মুর্তাজাকেও জিজ্ঞাসা করেননি।