Viral Video: ২০ -র কোঠায় বয়স তো! রক্ত ফুটছে, ক্যাচ ধরে রিয়ান পরাগের এ কী ছিরির সেলিব্রেশন নিয়ে সমালোচনার ঝড়

#মুম্বই: রিয়ান পরাগ (Riyan Parag) ক্যাচ ধরার পর এমন এক সেলিব্রেশন করলেন যা নিয়ে সমালোচনায় উত্তাল গোটা নেটদুনিয়া৷ এমনকি ভাইরাল ভিডিও দেখে ধারাভাষ্যকাররাও বাকরুদ্ধ হয়ে যান৷ এভাবে কি করে থার্ড আম্পায়রের ক্ষমতার দিকে আঙুল তুলতে পারেন৷ এ কী ধরণের সেলিব্রেশন তা নিয়ে চমকে যাচ্ছেন সকলে৷ আইপিএল ২০২২ এ লখনউ সুপার জায়ন্টস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে এই ঘটনা ঘটে৷ রিয়ান পরাগ ঠিকভাবেই ক্যাচ নেন ৷ কিন্তু তিনি যেন মাটি থেকে ক্যাচ কুড়িয়েছেন এরকম অভিনয় করেন৷ এটা ধারাভাষ্যকর থেকে ফ্যান কারোর মন জিততে পারেনি৷

পরাগ এই কাণ্ড ঘটান তখন ম্যাচের ১৯ তম ওভার৷ সেখানে মার্কস স্টোয়নিসের ক্যাচ ধরার আবেদন করেছিলেন কিন্তু সে সময় তাঁর ক্যাচটা ঠিক কিনা তা দেখার জন্য থার্ড আম্পায়ারের কাছে গিয়েছিল৷ কিন্তু ক্যাচ মাটিতে ছুঁয়েছে এই কারণ দেখিয়ে তাঁকে নটআউট রাখেন থার্ড আম্পায়র৷ বেশ কষ্ট করেই রিয়ান পরাগ ক্যাচটা নিয়েছিলেন৷ কিন্তু থার্ড আম্পায়রের তা ক্লিন ক্যাচ মনে হয়নি৷

আরও পড়ুন – Job Vacancy: প্রচুর পদে ভ্যাকেন্সি, শুরুতেই মাইনে ৫০ হাজার,জেনে নিন বিস্তারিত

এর পরের ওভারে ফের স্টোয়নিসের ক্যাচ তাঁর কাছেই যায়, এবারের ক্যাচ নিয়ে কোনও ধোঁয়াশা ছিল না৷ একদম সহজ ক্যাচ নেন রিয়ান পরাগ৷ কিন্তু ক্যাচ ধরার পর সেই বল হাতে নিয়ে মাটিতে ঠেকিয়ে দেন খুব ধীরে ধীরে৷

দেখে নিন সেই রিয়ান পরাগের আগ্রাসী সেলিব্রেশনের ভাইরাল ভিডিও (Viral Video) ৷

এই সময়ে কমেন্ট্রি বক্সে ছিলেন প্রাক্তন অজি ও চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ম্যাথু হেডেন৷ তিনি বলেন, ‘‘তোমার জন্য তরুণ ক্রিকেটার আমার কিছু পরামর্শ রয়েছে৷ ক্রিকেট অনেক লম্বা খেলা আমাদের সকলের স্মৃতি অনেক দিনের৷ নিজের ভাগ্য নিয়ে এরকম করুক না কিন্তু খুব দ্রুত সময় বদলায়৷ ’’

 ‘‘ভবিষ্যত সব নির্ধারণ করবে৷’’ ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ইশান বিশপ এ কথা বলেন যখন রিয়ান পরাগের এই ভিডিও রিপ্লেতে দেখানো হয়৷

এই কাণ্ডের জন্য রিয়ান পরাগকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গরমাগরম আলোচনা, সমালোচনা শুরু হয়ে যায়৷

এদিনের ম্যাচে এলএসজি ৮ উইকেট খুইয়ে ১৫৪ রানেই থমকে যায়৷ যেখানে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ১৭৮ রান করেছিল৷ প্লেঅফে দ্বিতীয় স্থানে থেকে পৌঁছে গেছে লখনউ৷ কিন্তু এদিনের জয়ে রাজস্থান রয়্যালসের প্লে অফের সম্ভবনা উজ্জ্বল হল৷