পাক চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত নয় ভারত! প্রথম থেকেই ধোলাইয়ের পরিকল্পনা রোহিতদের

#দুবাই: এই রবিবার পাকিস্তান নাকি প্রথম রবিবারের বদলা নেবে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের উইকেট রক্ষক রিজওয়ান। বাবর আজম, নাসিম শাহ, ফখর জামানরা নাকি শপথ নিয়েছেন ভারতকে হারানোর। কিন্তু পাকিস্তানের মৌখিক বদলার জবাব হিসেবে মন্তব্য করতে রাজি নয় ভারত। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, সূর্য কুমার থেকে ভুবনেশ্বর – প্রত্যেকেই জানেন খেলাটা মুখে হয় না, হয় মাঠে।

আরও পড়ুন – জাদেজার জায়গায় অক্ষর নাকি হুডা ? পাকিস্তানের বিরুদ্ধে আজ কাকে খেলাবে ভারত ?

সেই লড়াইতে যতবার পাকিস্তান সামনে আসুক, ভারত জয় ছাড়া অন্য কিছু চিন্তা করে না। তাই রিজওয়ানের পাল্টা কোনও মন্তব্য দিতে চায়নি ভারত। তাদের লক্ষ্য রবিবার আরও একটা জয়। দুবাইয়ের মাঠে গত রবিবার জিতলেও রোহিত এবং রাহুল ওপেনিং পার্টনারশিপে খুব একটা ভাল করতে পারেননি। তাই এবার তাদের লক্ষ্য থাকবে ভাল কিছু করে দেখানোর।

দুজনেই চাইবেন আগের ভুল না করতে। এবং প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে পাওয়ার প্লে কাজে লাগিয়ে যতটা সম্ভব রান তুলতে চাইবেন। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া মোটামুটি ছন্দে আছেন। রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। এসেছেন অক্ষর প্যাটেল। তবে সেটা নিয়ে বিশেষ চিন্তিত নয় টিম ইন্ডিয়া।

নিজেদের গেমপ্ল্যান অনুযায়ী খেলে ম্যাচ জেতা একমাত্র লক্ষ্য তাদের। তবে ফাস্ট বোলিং বিভাগে দুই তরুণ তারকা আবেশ খান এবং অর্ষদীপ সিং এর প্রচুর রান দেওয়া নিয়ে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। স্পিন বোলিং বিভাগে সম্পূর্ণ তৈরি চাহাল। তবে প্রথম সাক্ষাৎকারে ভারত পরে ব্যাট করেছিল। টস জিতলে এবারও সেটাই করা লক্ষ্য থাকবে।

তবে টস হেরে গেলেও আগে ব্যাট করতে হলেও পাওয়ার প্লে সম্পূর্ণভাবে কাজে লাগানো লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার। নাসিম শাহ প্রথম সাক্ষাতে রাহুলকে বোল্ড করেছিলেন। তাই এবার পাকিস্তানি তরুণ পেসারকে বুঝে নিতে চান রাহুল।