Rohit Sharma Birthday: ৩৬-এ পা রোহিত শর্মার, জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে হিটম্যান

মুম্বই: আইপিএলের মাঝেই জন্মদিন পালন করাটা রীতি হয়ে গিয়েছে ভারতীয় দল তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। ৩০ জুলাই নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন হিটম্যান। এবারের জন্মদিনটা স্পেশাল রোহিত ও তাঁর আইপিএল ফ্যাঞ্চাইজির কাছে। কারণ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও ১০ বছর পূর্ণ করলেন রোহিত। তাই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও স্পেশাল সেলিব্রেশনের আয়োজন করা হয়। জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রোহিত শর্মা। বিসিসিআই, আইসিসি, মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে রোহিতের জন্মদিনে।

বিসিসিআইয়ের তরফ থেকে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরে শুভেচ্ছা জানানো হয়েছে। তিন ফর্ম্যাট মিলিয়ে ৪৪০টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ, মোট সংগ্রহ ১৭ হাজার ৫৭ রান, ৪৩টি আন্তর্জাতিক শতরান ও বিশ্বের একমাত্র ব্যাটসম্য়ান হিসেবে একদিনের ক্রিকেটে ৩টি দ্বিশতরানের মালিক, এই সকল পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বিসিসিআইয়ের তরফে।

মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকেও রোহিত শর্মার জন্মদিনে অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। রোহিতের একাধিক ছবি শেয়ার করা হয়েছে। এছাড়া অধিনায়ক হিসেবে রোহিত যে ১০ বছর পূরণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তার জন্যও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া অধিনায়কের জন্য জন্মদিনে স্পেশাল ব্যবস্থাও করেছে ৫ বারের আইপিএল জয়ী ফ্র্যা‍ঞ্চাইজি।

প্রসঙ্গত, রোহিত শর্মা ৩০ এপ্রিল ১৯৮৭ সালে নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় রোহিতের। তারপর নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়ে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করেন রোহিত। বর্তমানে রোহিত শর্মা তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক। কেরিয়ারে এখনও পর্যন্ত ৪৯টি টেস্ট ম্যাচ খেলে ৩৩৭৯ রান, ২৪৩ ওয়ানডেতে ৯৮২৫ রান এবং ১৪৮টি টি২০ ম্যাচে ৩৮৫৩ রান করেছেন।