বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আতসবাজি রোহিত! নাগপুরে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

#নাগপুর: শুক্রবারের দ্বৈরথে বাধা হয়ে উঠতে পারে প্রকৃতি। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে নাগপুরে। বৃহস্পতিবার অনুশীলনই করতে পারেনি দু’দল। শুক্রবারও বৃষ্টির আশঙ্কা ছিল। যা ভয় ছিল সেটাই হল। মাঠ ভিজে থাকার কারণে দুবার পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। সন্ধে সাতটার খেলা শুরু হয় ৯:৩০।

কুড়ি ওভারের ম্যাচ কমে দাড়ায় ৮ ওভারে। মাস্ট উইন ম্যাচ যেভাবে খেলতে নামতে হবে আশা করেননি ভারতীয় ক্রিকেটাররা। টসের সময় সেটা স্বীকার করেই নিলেন রোহিত শর্মা। টস জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করল ভারত।

রোহিত শর্মা এবং রাহুল মিলে হ্যাজেলউডের প্রথম ওভারে ২০ রান নিলেন। দুই ওভারের শেষে ভারত ৩০ তুলল। জাম্পার বলে ১০ করে বোল্ড হলেন রাহুল। বিরাট দুটি বাউন্ডারি মেরে ১১ করে ফিরলেন। খাতা না খুলেই ফিরে গেলেন সূর্য। তিনটে উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। বিরাট (১১) এবং হার্দিক (৯) করে ফিরে গেলেন। ভারতের প্রয়োজন ছিল নয় রান। ড্যানিয়েল স্যামসকে প্রথম বলেই ছক্কা মারলেন দীনেশ কার্তিক। পরের বলে চার। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল ভারত।

প্রথম থেকেই অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ আক্রমণাত্মক খেলা শুরু করেন। প্রথম ওভারে বল করতে আসা হার্দিক পান্ডিয়াকে মেরে ১০ রান নিলেন। তবে বেশি কিছু করতে পারেননি গ্রিন (৫)। রান আউট হয়ে যান তিনি। ম্যাক্সওয়েল (০) এবং টিম ডেভিড (০) বোল্ড হয়ে গেলেন অক্ষরের বলে। আর্ম বল করে দুজনকে বোকা বানালেন অক্ষর।

রবীন্দ্র জাদেজার জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন তিনি। এদিন ভুবনেশ্বরকে বাদ দেওয়া হয়েছিল। নিয়ে আসা হয়েছিল বুমরাহকে। কার্তিকের জায়গায় ফেরানো হয়েছিল পন্থকে। কিন্তু এদিন একজন বোলার দু ওভারের বেশি বল করতে পারতেন না। বুমরাহ দুর্ধর্ষ একটি ইয়র্কারে বোল্ড করলেন ফিঞ্চকে (৩১)।

বোল্ড হয়ে অদ্ভুতভাবে হাততালি দিতে দেখা গেল অস্ট্রেলিয়ান অধিনায়ককে। হর্ষল প্যাটেল প্রথম ওভারেই দিলেন ১৪। বুমরাহ ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। আরো একটা ইয়র্কারে ফেলে দিলেন স্মিথকে। তাকে দেখে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। হর্ষল অবশ্য ব্যাপক মার খেলেন। ওয়েড তাকে পিটিয়ে ছাতু করলেন। অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক অপরাজিত রইলেন ৪৩ রানে। অস্ট্রেলিয়া তুলল ৯০ রান। রোহিত অপরাজিত রইলেন ৪৬ রানে। সিরিজের নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে।