টি২০ বিশ্বকাপে খেলবেন হার্দিক পান্ডিয়া? মিটিং হল, বড়সড় সিদ্ধান্ত কোচ-ক্যাপ্টেনের!

কলকাতা: হার্দিক পান্ডিয়া। নামটা ঘিরে এখন অনেক কথা। কেউ বলছেন, তিনি একেবারেই মুম্বইয়ের যোগ্য ক্যাপ্টেন নন। কেউ আবার বলছেন, আরেকটু সময় দিতে হবে পান্ডিয়াকে। তবে পান্ডিয়া যে এখন গোটা দেশের যে কোনও প্রান্তে হট টপিক, তা আর বলার অপেক্ষা রাখে না।

এখন প্রশ্ন হল, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে কি পান্ডিয়া সুযোগ পাবেন? কারণ, আইপিএলে তাঁর পারফরম্যান্স তলানিতে। শোনা যাচ্ছেল, নির্বাচকরা নাকি ইতিমধ্যে পান্ডিয়ার বদলি হিসেবে শিবম দুবেকে ভাবতে শুরু করেছেন নির্বাচকরা। তবে সবটাই শোনা কথা।

আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে গেলেন মহাতারকা, এমন কারণ জানালেন, আগে কেউ বলেনি

এরই মধ্যে টি২০ বিশ্বকাপের দল বাছাই নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, প্রধান নির্বাচক অজিত আগরকার ও ক্যাপ্টেন রোহিত শর্মার বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে। ২ ঘণ্টার সেই বৈঠকে শিবম দুবের নাম ভেসে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তাঁর ভাগ্যের শিঁকে নাও ছিঁড়তে পারে।

হার্দিক পান্ডিয়া অবশ্যই বড় নাম। তিনি দলের এক নম্বর অলরাউন্ডার। তাঁকে ছাড়া ভারতীয় দল বিশ্বকাপে নামার সাহস দেখাবে, এমনটা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন অনেকে। বাস্তবেও সেটাই হতে চলেছে। কারণ পান্ডিয়ার প্রতি আস্থা রাখছেন কোচ, ক্যাপ্টেন ও প্রধান নির্বাচক।

মূলত পান্ডিয়ার বোলিং স্কিলের জন্যই তাঁকে বিশ্বকাপের দলে রাখতে চান নির্বাচকরা। তবে এবার আইপিএলে পান্ডিয়া ৬ ম্যাচে ১১ ওভার বল করেছেন। তিন উইকেট পেয়েছেন। তবে চিন্তার কারণ তাঁর ইকোনমি রেট। সেটা ১২-র উপর।

আরও পড়ুন- MS Dhoni: আইপিএল থেকে ছিটকে গেলেন এমএস ধোনি? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চলতি মাসের শেষে আবারও বৈঠকে বসবেন রোহিত, আগরকার ও দ্রাবিড়। তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে।