শাহিনের জন্য নেটে বিশেষ প্রস্তুতি, ৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ করতে মরিয়া হিটম্যান

#মেলবোর্ন: পাকিস্তানের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপে হেরে যাওয়ার পুরনো হিসেব ফেলে রাখতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে সব মিলিয়ে চারটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারত। কম বেশি সকলেই রান পেয়েছেন। ব্যতিক্রম শুধু ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারছেন না তিনি। স্বভাবতই কিছুটা চাপে ‘হিটম্যান’।

আরও পড়ুন – মেলবোর্নে পূর্ণশক্তিতে প্র্যাকটিসে পাকিস্তান, ভারতের গা-ছাড়াভাব! রেগে ফায়ার সানি

তবে তারকারা জ্বলে ওঠার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। রোহিত জানেন, সমালোচকদের মুখ বন্ধ করার জন্য পাকিস্তান ম্যাচই হল সেরা মঞ্চ। যদিও ম্যাচ নিয়ে রয়েছে প্রবল সংশয়। কারণ চোখ রাঙাচ্ছে বৃষ্টি। তারই মধ্যে শুক্রবার মেলবোর্নে ভারতীয় দলের নেটে প্রচারের পুরো আলো শুষে নিলেন রোহিত। তিনি যখন ব্যাট হাতে ঢুকলেন, পাশের নেটে তখন হুক, পুল শটে মাতাচ্ছেন দীনেশ কার্তিক।

চাইলে রোহিতও স্টেপ-আউট করে কয়েকটা বল গ্যালারিতে পাঠিয়ে সস্তার করতালি কুড়িয়ে নিতে পারতেন। কিন্তু সেই পথে হাঁটেননি ভারত অধিনায়ক। লক্ষ্য যে তাঁর অনেক বড়। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার পণ করেছেন তিনি। তাই ঝুঁকিহীন শটের উপরই জোর দিলেন। নক করলেন ব্যাকরণ মেনে।

দীর্ঘদিন রান না পেলে বড় ক্রিকেটাররাও বেসিকের উপর বাড়তি জোর দেন। রোহিত যেন সেই স্কুলেই নাম লিখিয়েছেন আবার। দেড় ঘন্টা প্র্যাকটিসের অধিকাংশ সময় খেলার চেষ্টা করলেন ‘ভি’এর মধ্যে। মারলেন কয়েকটি সুইপও। বাঁহাতি থ্রো-ডাউন স্পেশালিস্ট নুয়ান সেনেভিরাত্নে নাগাড়ে বল ছুড়ে গেলেন রোহিতকে। দেখে বোঝাই যাচ্ছিল, পাকিস্তানের বাঁহাতি তারকা পেসার শাহিন আফ্রিদির ইনস্যুইং ইয়র্কার সামলানোর মহড়া সেরে নিচ্ছেন তিনি।

পরে রোহিত শর্মা জানিয়েছেন দীর্ঘ নয় বছর ধরে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ ভুলতে চান তিনি। গোটা দল এই ব্যাপারটা মাথায় রেখেছে। দ্বিপাক্ষিক সিরিজ এবং ক্রমতালিকা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। চ্যাম্পিয়ন দলের আসল পরিচয় আইসিসি ট্রফি জয়। সেটাই মাথায় রেখে খেলতে নামবে ভারত।