রাশিয়ায় বড়সড় জঙ্গি হামলা৷

Russia terror attack: রাশিয়ার চার্চ, পুলিশ পোস্টে বড়সড় জঙ্গি হামলা! নিহত পুলিশ অফিসার সহ অন্তত ১৬

মস্কো: রাশিয়ার একটি সিনাগোগ এবং পুলিশ পোস্টে বড়সড় জঙ্গি হামলা৷ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫জন পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ৷ এ ছাড়াও মৃত্যু হয়েছে একজন পুরোহিতের৷ রাশিয়ার ডাগেস্টানের দুটি শহরে এই ঘটনা ঘটেছে৷

জানা গিয়েছে, রাশিয়ার উত্তর প্রান্তে মাখাচাকলা এবং ডার্বেন্টে রবিবার এই ঘটনা ঘটেছে৷ মস্কোর একটি কনসার্ট হলে ১৪৫ জনের মৃত্যুর তিন মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে৷

আরও পড়ুন: ‘গরিবের পার্টির’ তকমা খুইয়েছে সিপিএম? দলের রিপোর্টেই বড় স্বীকারোক্তি

রাশিয়ার উত্তর প্রান্তের ককেসাস অঞ্চলে এই বড়সড় হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন নেয়নি৷ ডাগেস্টানের গভর্নর সেরজেই মেলিকভ জানিয়েছেন, এটা ডাগেস্টান এবং গোটা দেশের জন্য বিপর্যয়ের দিন৷ আমরা বুঝতে পারছি এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে এবং তাদের লক্ষ্য কী৷

রাশিয়ার এই উত্তর ককেসাস এলাকাটি এমনিতেই অশান্ত৷ এই হামলায় ডাগেস্টানে সারগোকালা জেলার প্রধানের দুই ছেলে জড়িত রয়েছে৷ তাদের আটকও করেছে পুলিশ৷ নিহতদের মধ্যে একাধিক পুলিশ অফিসার ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং একজন পুরোহিত রয়েছেন৷

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীদের মধ্যে পাঁচ জন পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছে৷ রাশিয়ার যে অংশে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি মুসলিম প্রধান৷ দু দশক আগে চেচেন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রায়শই উত্তপ্ত হয়ে উঠত এই এলাকা৷ ২০১৭ সালে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ঘোষণা করে, ওই অঞ্চলে জঙ্গি কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়েছে৷

এ দিন মাখাচাকলার যে সিনাগগ এবং চার্চে হামলা হয়েছে, সেই জায়গাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত৷ হামলার পর ওই সিনাগগ এবং চার্চে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷