Chana Saag

Saag Health Benefits: এই এক শাকেই ক্যালসিয়ামের ভাণ্ডার, শরীরে আনবে পালোয়ানের শক্তি, দূর করবে ডায়াবেটিস-হাই প্রেশার

শাক বলতে পালং-মেথির কথাই সবার মাথায় আসে প্রথমে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, এমন একটা শাক আছে, যার পুষ্টিগুণ ভুরিভুরি। ছোলা শাক।
শাক বলতে পালং-মেথির কথাই সবার মাথায় আসে প্রথমে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, এমন একটা শাক আছে, যার পুষ্টিগুণ ভুরিভুরি। ছোলা শাক।
উত্তরাখণ্ডের হলদওয়ানির গৌলাপাড়ের প্রগতিশীল কৃষক নরেন্দ্র সিং মেহরা জানান, এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে।
উত্তরাখণ্ডের হলদওয়ানির গৌলাপাড়ের প্রগতিশীল কৃষক নরেন্দ্র সিং মেহরা জানান, এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে।
রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ:কৃষক নরেন্দ্র সিং বলেন, ছোলা শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এর মধ্যে থাকা পুষ্টি উপাদান শরীরকে সবল ও সুস্থ রাখে। এটি নিয়মিত সেবন করলে রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে থাকে। এই শাকের পুষ্টিগুণ অনেক রোগ থেকে দূরে রাখে এবং শরীরকে শক্তিও জোগায়।
রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ:
কৃষক নরেন্দ্র সিং বলেন, ছোলা শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এর মধ্যে থাকা পুষ্টি উপাদান শরীরকে সবল ও সুস্থ রাখে। এটি নিয়মিত সেবন করলে রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে থাকে। এই শাকের পুষ্টিগুণ অনেক রোগ থেকে দূরে রাখে এবং শরীরকে শক্তিও জোগায়।
ব্যবহারের উপায়:ছোলা শাকের পাতাগুলি ছোট্ট ছোট্ট নরম প্রকৃতির। এই শাক ভাজা বা তরকারির করে খাওয়া যায়। ডালের সঙ্গে মিশিয়েও এই শাক রান্না করা যায়। এতে ডালের স্বাদ ও পুষ্টিগুণও বাড়ে। ওজন কমানোর জন্য এই সবুজ শাক খুব কার্যকর। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতেও এই শাক কার্যকরী।
ব্যবহারের উপায়:
ছোলা শাকের পাতাগুলি ছোট্ট ছোট্ট নরম প্রকৃতির। এই শাক ভাজা বা তরকারির করে খাওয়া যায়। ডালের সঙ্গে মিশিয়েও এই শাক রান্না করা যায়। এতে ডালের স্বাদ ও পুষ্টিগুণও বাড়ে। ওজন কমানোর জন্য এই সবুজ শাক খুব কার্যকর। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতেও এই শাক কার্যকরী।
ছোলা শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ঠান্ডা লাগা কিংবা জ্বরের মতো সমস্যার মোকাবিলা করতে এই শাকের জুরি মেলা ভার
ছোলা শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ঠান্ডা লাগা কিংবা জ্বরের মতো সমস্যার মোকাবিলা করতে এই শাকের জুরি মেলা ভার