ভিনেশ ফোগট

Paris Olympics 2024: চুরি করে নেওয়া হয়েছে ভিনেশের পদক! সচিনের পোস্টে চাঞ্চল্য

নয়াদিল্লি: ভিনেশ ফোগটের নিশ্চিত পদক হাতছাড়া হওয়া নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এই জন্য ফোগটের একটি পদক নিশ্চিত পাওয়া উচিত বলেও জানান তিনি। ফোগটকে রুপোর পদক অন্তত দেওয়া হোক বলেও দাবি জানান তিনি। আপাতত এই গোটা বিষয়টিই এখন কেন্দ্রীয় নিয়ামক সংস্থা অর্থাৎ কোর্ট অফ আরবিট্রাশন অফ স্পোর্টে। ইতিমধ্যেই এই মামলা গৃহীত হয়েছে শুনানি হওয়ার কথা আজ।

আরও পড়ুন: কোনও নড়চড় নয়, মেগা নিলাম হচ্ছেই, প্লেয়ার ধরে রাখার বিষয়ে নতুন ভাবনা বোর্ডের
এই বিষয়ে সচিন নিজের এক্স হ্যান্ডলে লেখেন, কার্যত তাঁর নিশ্চিত পদক ছিনিয়ে নেওয়া হল। সচিন নিজের পোস্টে লেখেন, “প্রতিটি খেলারই কিছু নিয়ম থাকে ভিনেশ ফোগট নিশ্চিত পদক পেয়েও পাননি। আশা করব উনি যোগ্য সম্মান পান। উনি ওনার প্রাপ্যটুকু পান।”


সোনার লক্ষ্য নিয়ে অলিম্পিক্সের ফাইনালে নামার আগেই মাত্র ১০০ গ্রাম ওজন কম থাকার জন্য তাঁকে গোটা প্রতিযোগিতাতেই আর অংশ নিতে দেওয়া হয়নি। এতেই তীব্র প্রতিবাদে সরব হয়েছেন আপামর ভারতবাসী তাবড় ক্রীড়াবিদরা। এবারে যোগ দিলেন সচিনও।