Tag Archives: Sachin Tedulkar

Paris Olympics 2024: চুরি করে নেওয়া হয়েছে ভিনেশের পদক! সচিনের পোস্টে চাঞ্চল্য

নয়াদিল্লি: ভিনেশ ফোগটের নিশ্চিত পদক হাতছাড়া হওয়া নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এই জন্য ফোগটের একটি পদক নিশ্চিত পাওয়া উচিত বলেও জানান তিনি। ফোগটকে রুপোর পদক অন্তত দেওয়া হোক বলেও দাবি জানান তিনি। আপাতত এই গোটা বিষয়টিই এখন কেন্দ্রীয় নিয়ামক সংস্থা অর্থাৎ কোর্ট অফ আরবিট্রাশন অফ স্পোর্টে। ইতিমধ্যেই এই মামলা গৃহীত হয়েছে শুনানি হওয়ার কথা আজ।

আরও পড়ুন: কোনও নড়চড় নয়, মেগা নিলাম হচ্ছেই, প্লেয়ার ধরে রাখার বিষয়ে নতুন ভাবনা বোর্ডের
এই বিষয়ে সচিন নিজের এক্স হ্যান্ডলে লেখেন, কার্যত তাঁর নিশ্চিত পদক ছিনিয়ে নেওয়া হল। সচিন নিজের পোস্টে লেখেন, “প্রতিটি খেলারই কিছু নিয়ম থাকে ভিনেশ ফোগট নিশ্চিত পদক পেয়েও পাননি। আশা করব উনি যোগ্য সম্মান পান। উনি ওনার প্রাপ্যটুকু পান।”


সোনার লক্ষ্য নিয়ে অলিম্পিক্সের ফাইনালে নামার আগেই মাত্র ১০০ গ্রাম ওজন কম থাকার জন্য তাঁকে গোটা প্রতিযোগিতাতেই আর অংশ নিতে দেওয়া হয়নি। এতেই তীব্র প্রতিবাদে সরব হয়েছেন আপামর ভারতবাসী তাবড় ক্রীড়াবিদরা। এবারে যোগ দিলেন সচিনও।

পৃথিবীর সব থেকে প্রতিভাবান ব্যাটার কে? অবাক করা নাম বললেন ব্রায়ান লারা, বড় চমক

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। ব্রায়ান লারা নিজে অবশ্য তেমনটা মনে করেন না। তিনি এবার ঘোষণা করলেন বিশ্বের সব থেকে প্রতিভাবান ব্যাটারের নাম।

লারার বিচারে তাঁর এবং সচিন তেন্ডুলকারের চেয়ে এগিয়ে থাকা ব্যাটার অন্য একজন। লারা তাঁর বই ‘দ্য ইংল্যান্ড ক্রনিকলস’-এ সেই ব্যাটারের কথা উল্লেখ করেছেন।

বিশ্ব ক্রিকেটে  ভিভিয়ান রিচার্ডস এবং সচিন তেন্ডুলকরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। অনেকেই লারাকেও একই বিভাগে দেখেন। তবে লারা নিজে তা বিশ্বাস করেন না।

আরও পড়ুন- ‘কোনও কিছু দেখলেই একটা সিদ্ধান্তে পৌঁছে যান আপনারা’- নাতাশা কি বলতে চাইছেন

লারা তাঁর বইয়ে লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটার কার্ল হুপার প্রতিভার দিক থেকে সচিন, এমনকী তাঁর থেকেও অনেক এগিয়ে ছিলেন।

লারা তাঁর বইতে লিখেছেন, “কোনও সন্দেহ নেই যে কার্ল আমার দেখা সেরা খেলোয়াড়দের একজন। আমি বলব যে সচিন এবং আমিও সেই প্রতিভার ধারেকাছে কোথাও ছিলাম না।” লারার লেখা বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১০২টি টেস্ট এবং ২২৭টি ওডিআই ম্যাচ খেলেছেন। হুপার টেস্টে ৫৭৬২ রান এবং ওয়ানডেতে ৫৭৬১ রান করেছেন। এছাড়া কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কও ছিলেন।

—- Polls module would be displayed here —-

কার্ল হুপার টেস্টে ১৩টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি করেছিলেন। এর বাইরে ২২৭টি ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি করেছেন হুপার। হুপার ২০০২ সালে ভারতের বিরুদ্ধে তাঁর শেষ টেস্ট খেলেছিলেন। শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কেনিয়ার বিরুদ্ধে ২০০৩ সালে।

আরও পড়ুন- লেজেন্ডস লিগ জেতার পর বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন হরভজন সিং, কী বললেন জানুন

লারা তাঁর কেরিয়ারে ১৩১টি টেস্ট এবং ২৯৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। লারা টেস্টে ১১৯৫৩ রান করেছেন। আর ওডিআইতে লারার নামে ১০৪০৫ রান রয়েছে। ওয়ানডেতে তাঁর গড় ৪০.৫। লারা একমাত্র ব্যাটার যিনি টেস্টে ৪০০ রান করেছেন।

Sachin Tendulkar: ম্যাচের মাঝেই ভিডিও বার্তা! সকলকে ভোটদানে উৎসাহিত করলেন সচিন তেন্ডুলকর

মুম্বই: গত বছরই কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ভারতের নির্বাচন কমিশনের প্রচার মুখ করা হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ‘ন্যাশানল আইকন’ হিসেবে ঘোষণা করেছিল ইসিআই। সচিনকে সামনে রেখেই প্রচার করার লক্ষ্য ছিল ভারতের নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যে এবার আইপিএল ম্যাচ চলা কালীন মাঠে উপস্থিত দর্শকদের ভোটদানে উৎসাহিত করলেন মাস্টার ব্লাস্টার।

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলছিল। মাঝে বিরতির সময় ভিডিও বার্তার মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত সকলকে ও গোটা দেশবাসীকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান করার জন্য উৎসাহ দেন সচিন তেন্ডুলকর। সকলকে নির্ভয়ে, উৎসবে মেজাজে ভোটদানে অংশ নেওয়া জন্য আহ্বান জানান কিংবদন্তী ক্রিকেটার।

সচিন তেন্ডুলকরের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিডিও বার্তা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নির্বাচন কমিশনের তরফে সচিন তেন্ডুলকরকে ধন্যবাদও জানানো হয় এই মহৎ কাজে অংশ হওয়ার জন্য।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

প্রসঙ্গত, ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। ৩ বছরের জন্য নির্বাচন কমিশনেপ ন্যাশানাল আইকন হিসেবে চুক্তি করেছেন সচিন তেন্ডুলকর। লোকসভা ভোটের আগে এমন কর্মকাণ্ডে আরও দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে।