ছেলের আইপিএল অভিষেক, অর্জুনকে ‘খেলা’ বোঝাতে গিয়ে আবেগে ভাসলেন সচিন

মুম্বই: বাবা-ছেলের অপেক্ষার অবসান।

মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে ছিলেন তিনি। তবে কবে নাগাদ সুযোগ পাবেন, তার কোনও ঠিক ছিল না। শেষমেশ অর্জুন মুম্বইয়ের হয়ে খেলার সুযোগ পেলেন।

‘ক্রিকেটের ঈশ্বর’ হিসেবে পরিচিত  সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর আইপিএলে অভিষেকের সুযোগ পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে জায়গা করে নিতে পেরেছেন তিনি।

আরও পড়ুন- ঈশান, সূর্যের ব্যাটে উড়ে গেল কেকেআর, আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই

প্রথম শ্রেণির ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছেন অর্জুন। তাঁর ব্যাট থেকে নয় ইনিংসে ২৪.৭৭ গড়ে ২২৩ রান এসেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে তাঁর। ৯টি ম্যাচের ১১টি ইনিংসে ১২টি উইকেট পেয়েছেন তিনি।

লিস্ট-এ ক্রিকেট কেরিয়ারে তিনি সাতটি ম্যাচ খেলে তিন ইনিংসে মাত্র ২৫ রান করেছেন। সাত ইনিংসে আটটি উইকেট পেয়েছেন তিনি।

অর্জুন তেন্ডুলকরের এদিন আইপিএলে অভিষেকের পর তাঁর বাবা সচিন তেন্ডুলকর আনন্দে আত্মহারা। তবে তিনি অর্জুনকে কয়েকটি কথা ফের মনে করিয়ে দিয়েছেন। ছেলেকে একরকম খোলা চিঠি দিলেন তিনি।

সচিন লিখলেন, অর্জুন, তুমি আজ একজন ক্রিকেটার হিসেবে নতুন যাত্রা শুরু করলে। জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে তুমি। তোমার বাবা হিসেবে, আমি এমন একজন যে তোমাকে ভালবাসে এবং খেলার একজন একনিষ্ঠ অনুরাগী হিসেবে চাইব, তুমি ক্রিকেটকে প্রাপ্য সম্মান দেবে। ক্রিকেটও তোমাকে ভালবাসা ফিরিয়ে দেবে বলে আশা রাখি।

আরও পড়ুন- ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত শতরান, মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান নাইট রাইডার্স দলের

মাস্টার ব্লাস্টার আরও লিখেছেন, তুমি এখানে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম করেছ। আমি নিশ্চিত, এমন পরিশ্রম তুমি চালিয়ে যাবে। সবে তোমার পথ চলার শুরু। শুভকামনা রইল!