digha cyclone remal train

Cyclone Remal alert at Digha: রবিবারের পরে সোমবারও বাতিল দিঘা যাওয়ার একাধিক ট্রেন, পর্যটকদের জন্য দুঃসংবাদ

দিঘা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল। রিমল নিয়ে আবহাওয়া দফতর থেকে প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকা নিয়ে। রেলও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বহু ট্রেন বাতিল করেছে। দক্ষিণ পূর্ব রেল রবিবার দিঘার আপ এবং ডাউন একাধিক ট্রেন বাতিল করেছিল, জানা গিয়েছে সোমবারও একাধিক ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন: রিমল নিয়ে সতর্ক রেল, সোমবার শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

দক্ষিণ পূর্ব রেলের দিঘার আপ এবং ডাউনে বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে:

১. ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস
২. ০৮১৩৫ মেচেদা-দিঘা ইএমইউ স্পেশাল
৩. ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
৪. ০৮১৪০ দিঘা-মেচেদা ইএমইউ স্পেশাল

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ ধেয়ে আসছে রিমল, শিয়ালদহ ডিভিশনে হেল্পলাইন নম্বর চালু করল রেল

দিঘায় সব সময়েই পর্যটকের ঢল থাকে বলে দিঘা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন। দিঘায় রিমলের প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটক যাতে একদম না থাকে সেই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সৈকতে কড়া নজরদারি চলছে। সমুদ্রের ধারে চলছে পুলিশের পেট্রলিং যাতে কোনও পর্যটক সমুদ্রতটে না চলে আসতে পারেন। ‍

রবিবার মাঝরাতে ল্যান্ডফল হবে রিমলের, সেই সময় রিমলের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে।