বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী

Sahana Bajpaie: বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী

লন্ডন: বাংলার জয়জয়কার বিদেশের মাটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে মাতোয়ারা ব্রিটেন। ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ গান গেয়ে চমকে দিলেন ইংল্যান্ডের তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই গর্বে বুক ফুলছে বাঙালির। আর এইসবের নেপথ্যে রয়েছেন বাঙালির প্রিয় সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী।

কিংস কলেজ লন্ডন থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করেছেন সাহানা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস (SOAS)-এ সাউথ এশিয়ান স্টাটিজ এবং বাংলা পড়ান তিনি। লন্ডন পেয়েছে শান্তিনিকেতনের কন্যা সাহানাকে, আর গান পাবে না সে দেশের মানুষ, এমনটা হয় নাকি।

সাহানার মাধ্যমেই রবীন্দ্রনাথের ছোঁয়া পেয়েছে সে দেশের মানুষেরা। আর তারই ঝলক মিলল সম্প্রতি। নিজের এক ছাত্রীর গানের ভিডিও পোস্ট করেন সঙ্গীতশিল্পী। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আমার ছাত্রী, লীলা শ’ মিশেলের গলায় রবীন্দ্রসঙ্গীত। কেমব্রিজে রাইটস অফ দ্য রিভার ক্যামের উদযাপনের উপলক্ষে এই অনুষ্ঠান। লীলা, তোমার জন্য আমি গর্বিত।’

 

View this post on Instagram

 

A post shared by Dr. Sahana Bajpaie (@sahanabajpaie)

সবুজে ঘেরা পার্কে বসে গানের অনুষ্ঠান উপভোগ করছেন অনেকে। সেখানেই মাইকে গান গাইছেন বিদেশি তরুণী। অবলীলায় বাংলা ভাষায় গান গাইছেন তিনি।

আরও পড়ুন: মা হতে চলেছেন দেবলীনা? জনপ্রিয় নায়িকার ‘বেবি বাম্প’ নিয়ে তুমুল জল্পনা! ভাইরাল ছবি

ভিডিওটিতে ৪০,০০০ জনেরও বেশি নেটিজেনের লাইক পড়েছে। ভিউয়ের সংখ্যা হয়েছে ৬ লক্ষের বেশি। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী সমন্ত্যক সিনহা ভিডিওতে ভালবাসা জানিয়েছেন।