জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে বড় প্রয়াস! মেডিকেল কলেজ তৈরির ভাবনা

West Bardhaman News: জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে বড় প্রয়াস! নতুন মেডিকেল কলেজ তৈরির ভাবনা

পশ্চিম বর্ধমান : জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বড়সড় পরিকল্পনা। এবার পশ্চিম বর্ধমান জেলাতেও মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে। সম্ভাব্য জমি চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রসঙ্গত, আসানসোলে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক হয়েছে। সেখানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের সুপার, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সেখানেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব রাখেন।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

জানা গিয়েছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু মেডিক‍্যাল কলেজ বানাবার জন‍্য ফাঁকা জমির সন্ধান দেওয়া হয়েছে। সেই জায়গা চিহ্নিত করে যদি তা স্বাস্থ্য দফতরের হাতে দেওয়া হয়, তাহলে সেখানে তৈরি হবে মেডিকেল কলেজ।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে হবে জমি চিহ্নিতকরণের কাজ। সেই বিষয়টি স্পষ্ট হলে নতুন মেডিকেল কলেজ তৈরীর প্রস্তাব পাঠানো হবে স্বাস্থ্য দফতরের কাছে। যার ফলে জেলার স্বাস্থ্য পরিষেবা এক ধাপে অনেকটা উন্নত হবে। এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, আসানসোল জেলা হাসপাতালে এমনিতেই রোগীর চাপ অনেক বেড়েছে। জেলা হাসপাতালে অনেক রকমের পরিষেবা এখন দেওয়া হচ্ছে।

তবে যদি জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়, তাহলে আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আরও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করাতে পারবেন রোগীরা। তাছাড়াও, জেলার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে। উল্লেখ্য, জেলায় মেডিকেল কলেজ তৈরি হলে জেলার মানুষেরও অনেক সুবিধা হবে।

আরও পড়ুন: বৃষ্টির সঙ্গেই চলবে ঝোড়ো হাওয়ার দাপট! দক্ষিণের ৩ জেলায় আকাশ কাঁপিয়ে আসছে দুর্যোগ

একইসঙ্গে নতুন মেডিকেল কলেজ তৈরি হলে, তার সুবিধা নিতে পারবেন আশপাশের জেলাগুলির মানুষজনও। অন্যদিকে আসানসোলে নতুন মেডিকেল কলেজ তৈরি হলে, বর্ধমান মেডিকেল কলেজের উপরেও চাপ কিছুটা কমবে।

নয়ন ঘোষ