সাহেব বাঁধের সৌন্দর্যায়ন

Purulia News: চেনা ছন্দে ফিরেছে সাহেব বাঁধ, নেওয়া হয়েছে একগুচ্ছ নয়া পরিকল্পনা!

পুরুলিয়া: ঐতিহ্যপূর্ণ পুরুলিয়া জেলা। এই জেলার আনাচে-কানাচে পরিপূর্ণ বৈচিত্র্যে। জেলার অন্যতম ঐতিহ্য নিবারণ শাহের বাঁধ তথা সাহেব বাঁধ। এই বাঁধকে কেন্দ্র করে জীবন চলে বহু মানুষের। কারণ ঐতিহ্যবাহী এই বাঁধ জেলার ঐতিহ্যকে বহন করে চলে। তাইতো পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এলে তালিকায় রাখে এই বাঁধটিকে। ‌ বিগত বেশ কিছুদিনের বেহাল হয়ে পড়েছিল এই বাঁধ। দীর্ঘদিন কচুরিপানার পরিপূর্ণ হয়ে পড়েছিল এই বাঁধ। সৌন্দর্য হারিয়ে ফেলেছিল ঐতিহ্যবাহী নিবারণ শাহের এই বাঁধ।

আরও পড়ুনঃ রান্নাঘরে চা করছিলেন বধূ! চোখ গেল চিলেকোঠায়… বাবা গো! ওটা কী ঝুলছে… ভয়ে কাঁটা এলাকাবাসী

তবে পুরুলিয়া পৌরসভার প্রচেষ্টায় আবারও চেনা রূপে ফিরেছে সাহেব বাঁধ। ‌ কচুরিপানা প্রায় নির্মূল হয়ে গিয়েছে সাহেব বাঁধের। ‌ আবারওসেই চেনারূপে দেখা যাচ্ছে এই বাঁধকে। ‌ তাই পুরুলিয়া পৌরসভা সাহেব বাঁধের সৌন্দর্যায়নে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালী বলেন, এই বাঁধের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিচ্ছি।

বহু মানুষ এই বাঁধের পাড়ে প্রাতভ্রমন ও সান্ধ্যকালীন ভ্রমণ করেন। ‌ অনেকেই আবার এই বাঁধের পাড়ে বসে সময় কাটান। তাই তাদের জন্য বেশ কিছু ব্যবস্থা করা হবে। যাতে মানুষ অবসরে এই বাঁধে এসে নিজেদের মতকরে সময় কাটাতে পারেন। ‌ এই পরিকল্পনা অনুসারে বেশ কিছু কাজ আগামী দিনেই করা হবে। ‌

পুরুলিয়া শহরের মাঝে অবস্থিত ঐতিহ্যবাহী এই বাঁধ। এক সময় এই বাঁধ শহর পুরুলিয়া জলের অন্যতম মাধ্যম ছিল। ‌ কালক্রমে বাঁধের জল নষ্ট হয়ে যাওয়ার ফলে এই জল ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। কিন্তু শহরের ঐতিহ্যবাহী এই বাঁধ শহরবাসীদের অন্যতম আবেগ। তাই এই বাঁধ আবারও আগের রূপে ফিরে আশায় খুশি গোটা শহরবাসী। আগামী দিনে এই বাঁধ আরও কতখানি সুন্দর হয়ে ওঠে সেটাই দেখার।

শর্মিষ্ঠা ব্যানার্জি