Salman Khan: সলমনকে প্রাণে মারতে নয়! অন্য উদ্দেশ্যে গুলি ছোড়া হয়! আসল কথা ফাঁস অভিযুক্তের

কিং খানের পরেই তালিকায় আছেন সলমন খান। সল্লু মিঞার মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি। সসলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় আরও এক নয়া মোড়। আসলে স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম কোর্টে জামিনের আবেদন দাখিল করেছেন অভিযুক্ত ভিকি কুমার গুপ্তা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, ভিকি কুমার গুপ্তা দাবি করেছেন যে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বলিউডের সুপারস্টার সলমন খানের ক্ষতি করার জন্য নয়, বরং তাঁকে ভয় দেখানোর জন্যই এমনটা করা হয়েছে।লমনের সাম্প্রতিক মুক্তি পাওয়া 'টাইগার থ্রি' বিশ্বজুড়ে ৪৬৬ কোটির ব্যবসা করেছে।
সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় আরও এক নয়া মোড়। আসলে স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম কোর্টে জামিনের আবেদন দাখিল করেছেন অভিযুক্ত ভিকি কুমার গুপ্তা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, ভিকি কুমার গুপ্তা দাবি করেছেন যে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বলিউডের সুপারস্টার সলমন খানের ক্ষতি করার জন্য নয়, বরং তাঁকে ভয় দেখানোর জন্যই এমনটা করা হয়েছে।
ভিকি কুমার গুপ্তা স্বীকার করে নিয়েছেন যে, তিনি এবং সাগর কুমার পাল এই ষড়যন্ত্রটা শুধু নিষ্পন্ন করেছেন। এর পাশাপাশি তাঁর দাবি, করোনা ভাইরাস অতিমারীর সময় চাকরি হারিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতেন। চাকরি হারানোর পরে সাগরের সঙ্গে যোগাযোগ করেন ভিকি। এরপর সাগর তাঁকে গাড়ি চালকের কাজ করার জন্য পঞ্জাবের জালন্ধরে পাঠিয়ে দেন। এরপর মুম্বইয়ে ভিকিকে ডেকে পাঠানো হয় কোনও শুভ ধর্মীয় মিশন-এর জন্য।
ভিকি কুমার গুপ্তা স্বীকার করে নিয়েছেন যে, তিনি এবং সাগর কুমার পাল এই ষড়যন্ত্রটা শুধু নিষ্পন্ন করেছেন। এর পাশাপাশি তাঁর দাবি, করোনা ভাইরাস অতিমারীর সময় চাকরি হারিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতেন। চাকরি হারানোর পরে সাগরের সঙ্গে যোগাযোগ করেন ভিকি। এরপর সাগর তাঁকে গাড়ি চালকের কাজ করার জন্য পঞ্জাবের জালন্ধরে পাঠিয়ে দেন। এরপর মুম্বইয়ে ভিকিকে ডেকে পাঠানো হয় কোনও শুভ ধর্মীয় মিশন-এর জন্য।
এরপর মুম্বইয় পৌঁছনোর পরে ভিকিকে কল করে লরেন্স বিষ্ণোইয়ে ভাই অনমোল বিষ্ণোই। সে-ই ভিকিকে পরিকল্পনা বুঝিয়ে দেন। ভিকির দাবি, তিনি গুলি ছুড়তে রাজি হয়েছিলেন। কারণ অনমোলই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়ে জানিয়েছিল যে, তাঁর উপর একটা আঁচড়ও আসবে না। এরপরেই আবার পরিকল্পনা বদলে ভিকিকে জানানো হয় যে, তাঁকে শুধু বাইক চালিয়ে নিয়ে বান্দ্রায় যেতে হবে। বাইকে তাঁর পিছনে থাকবে সাগর। সে-ই গুলিটা ছুড়বে। ভিকির দাবি, সলমনের বাড়ির সামনে সাগরই গুলিটা ছুড়েছিল।
এরপর মুম্বইয় পৌঁছনোর পরে ভিকিকে কল করে লরেন্স বিষ্ণোইয়ে ভাই অনমোল বিষ্ণোই। সে-ই ভিকিকে পরিকল্পনা বুঝিয়ে দেন। ভিকির দাবি, তিনি গুলি ছুড়তে রাজি হয়েছিলেন। কারণ অনমোলই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়ে জানিয়েছিল যে, তাঁর উপর একটা আঁচড়ও আসবে না। এরপরেই আবার পরিকল্পনা বদলে ভিকিকে জানানো হয় যে, তাঁকে শুধু বাইক চালিয়ে নিয়ে বান্দ্রায় যেতে হবে। বাইকে তাঁর পিছনে থাকবে সাগর। সে-ই গুলিটা ছুড়বে। ভিকির দাবি, সলমনের বাড়ির সামনে সাগরই গুলিটা ছুড়েছিল।
নিজের জামিনের আবেদনে ভিকি দাবি করেন যে, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাই জেলের বাইরে যাওয়াটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিকে ভিকির এই জামিনের আবেদনের বিষয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ১৩ অগাস্ট পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
নিজের জামিনের আবেদনে ভিকি দাবি করেন যে, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাই জেলের বাইরে যাওয়াটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিকে ভিকির এই জামিনের আবেদনের বিষয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ১৩ অগাস্ট পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত চলতি বছরে এপ্রিল মাসে সলমন খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ছোড়া হয়। সন্দেহ করা হয়েছিল যে, এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পরে অবশ্য ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই।
প্রসঙ্গত চলতি বছরে এপ্রিল মাসে সলমন খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ছোড়া হয়। সন্দেহ করা হয়েছিল যে, এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পরে অবশ্য ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই।