Salman khan firing case

Salman Khan Firing Case: গুলি-কাণ্ডের দু’দিন পার, সলমন খানের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মুম্বই: গুলি-কাণ্ডের পর বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে দেখা করলেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার বান্দ্রায় ‘ভাইজান’-এর বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ আসেন মুখ্যমন্ত্রী। ছিলেন সলমনের বাবা সেলিম খান-ও। সলমন ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খান পরিবারের নিরাপত্তার জন্য আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার ভোর পাঁচটা নাগাদ সলমনের বাড়ির সামনে চলে দেদার গুলি। এখনও গ্যালাক্সির দেওয়ালে গুলির চিহ্ন রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এরপর খোদ মুখ্যমন্ত্রীও বাড়ি গিয়ে সলমন খানের সঙ্গে দেখা করেন। এদিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন প্রাক্তন এমএলএ বাবা সিদ্দিকি, এমএলএ জীশান সিদ্দিকি ও যুব সেনা-র রাহুল কানাল।

গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। কাজেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা, বদলে ফেলা হয়েছে তাঁর গাড়ি। সূত্রের খবর, সলমনের বাড়িতে গুলি-কাণ্ডের পর মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ইতিমধ্যেই ১৫ জন পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে অভিনেতার বাড়ির বাইরে। মুম্বইয়ের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম-সহ ‘এনকাউন্টার বিশেষজ্ঞ’ আধিকারিক দয়া নায়েক পৌঁছে যান অভিনেতার বাড়িতে। ফরেন্সিক বিশেষজ্ঞেরা এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছেন।