রাহুল দ্রাবিড়ের ছেলের ভিডিও ভাইরাল, কেমন তুখোড় ক্রিকেটার দেখুন নিজেই

কলকাতা: একেবারে বাপ কা বেটা! রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ছিলেন বাবা। ছেলেও বাবার জুতোয় পা গলিয়েছে।

সমিত এখন অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি খেলছে। গত কয়েকদিনে তার ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল। এবার তার বোলিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। কোচবিহার ট্রফিতে কর্ণাটকের হয়ে খেলছেন সমিত। মুম্বাইয়ের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বোলিং করেন তিনি।

কোচবিহার ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে মুম্বাই ও কর্ণাটকের মধ্যে। এই ম্যাচে সমিত দ্রাবিড় ২ উইকেট পেয়েছেন। সমিত দ্রাবিড় ১৯ ওভার বল করে ৬০ রান দিয়ে ২ টি উইকেট নেন। মুম্বাইয়ের ব্যাটসম্যান আয়ুশ সচিন ভার্তক আউট করে সমিত।

আরও পড়ুন- Ranji Trophy:রিঙ্কুহীণ উত্তরপ্রদেশকে জাস্ট উড়িয়ে দিল বাংলা, এল প্রথম ইনিংস লিড

৭৩ রানে ব্যাটিং করছিল সচিন। প্রতীক যাদবকে বোল্ড করেন। প্রতীক ৩০ রানে ব্যাট করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সমিত দ্রাবিড়ের বোলিং ভিডিও।

সমিত দ্রাবিড় একই টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সমিতের সৌজন্যে কর্ণাটক এক ইনিংস এবং ১৩০ রানে জম্মু ও কাশ্মীরকে হারায়।

সেই ইনিংসে সামিতের কিছু দুর্দান্ত শট খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। অনেক ভক্ত সমিতের ব্যাটিংকে তার বাবা রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করেছেন।

আরও পড়ুন- বাংলার হয়ে আগুন ঝরালেন মহম্মদ শামির ভাই, ৬০ রানে বান্ডিল উত্তর প্রদেশ

কোচবিহার ট্রফির ফাইনাল ম্যাচে মুম্বাইয়ের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮০ রানে। ১৮০ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আয়ুশ মাত্রে। সমিত দ্রাবিড় ২ উইকেট ছাড়াও কর্ণাটকের হয়ে হার্দিক রাজ নেন ৪ উইকেট।