একেবারে নতুন জিনিস! ফটোফ্রেম, তার মধ্যে স্পিকার! Samsung-এর কামাল

কলকাতা: প্রযুক্তির উন্নতি মানুষের জীবনে এনে দিচ্ছে এমন কিছু যন্ত্রপাতি, যা দৈনন্দিন কাজকে করে তুলছে আরও সহজ। কিন্তু তার সঙ্গে কি নান্দনিক বোধের বিরোধ তৈরি হচ্ছে!

এমন প্রশ্ন উঠতেই পারে।

যদিও CES 2024-এ এমন এক আকর্ষণীয় গ্যাজেটের কথা জানিয়েছে Samsung যা, মানুষের মন ভোলাতে বাধ্য। সেই নান্দনিকতার প্রশ্নেই নতুন উত্তর হয়ে আসছে Samsung-এর নতুন এই গ্যাজেট।

আরও পড়ুন- রেললাইনে ফাটল! সকাল থেকেই ব‍্যহত রেল চলাচল! ছুটির দিনে ভোগান্তি যাত্রীদের

এটি দারুন সুন্দর দেখতে একটি ফোটো ফ্রেম। ঘরের যেকোনও জায়গায় রাখলে দৃশ্য-সুন্দর। কিন্তু সেই ফ্রেমটিই আসলে একটি রোবোট। যার মধ্যে রয়েছে ৮K প্রজেক্টর। আসলে এটি একটি ওয়্যারলেস স্পিকার। নাম Samsung Music Frame।

এই ছবির ফ্রেমের মতো দেখতে ডিভাইসটির পিছনে রয়েছে মোট ছ’টি স্পিকার। দু’টি উফার, দু’টি ট্যুইটার, দু’টি মিড-ড্রাইভার। এই স্পিকার উচ্চ-মানের প্লেব্যাকের জন্য আদর্শ। এটি ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সঙ্গে রয়েছে, WiFi এবং ব্লু-টুথ কানেকটিভিটি। ফলে যেকোনও Samsung গ্যাজেটের সঙ্গে এটি যুক্ত করে নেওয়া যায়।

এই গ্যাজেটটি মাত্র ১৩/১৩ ইঞ্চি। এক মধ্যে ৮/৮ ইঞ্চি প্যানেল রয়েছে, যেখানে সুন্দর ছবি থাকতে পারে। এই ছবি ভিতর এবং বাইরে থেকে বদলে দিতে পারেন ব্যবহারকারী। Samsung দাবি করেছে শীঘ্রই এমন সুবিধা পাওয়া যাবে যাতে ব্যবহারকারী নিজের পছন্দ মতো ছবি অর্ডার করে নিতে পারেন।

আরও পড়ুন- শীতে কাঁপছে বঙ্গ! পুরুলিয়ার টেক্কা সব জেলাকে! কবে কমবে ঠান্ডা?

তবে এই প্রথম নয়। এর আগে Samsung এনেছিল ফ্রেম টিভি। সেই টিভি যখন বন্ধ থাকে, তখন স্ক্রিনে কোনও ছবি আটকে রাখার সুবিধা রয়েছে। তার ফলে বসার ঘরের সৌন্দর্য বাড়ে অনেকখানি। সেই ডিভাইসের পরবর্তী সংযোজন হিসেবে আসছে এই স্পিকার।

আসলে স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থাগুলি বিষয়টি নিয়ে ভাবছে। গ্রাহকরা স্পিকার বা টিভি-র মতো ডিভাইসের বড় কালো স্ক্রিনের বাইরে অন্য কিছু চাইছেন। যা প্রাচীন টিভি বা স্পিকারের মতো দেখতে নয়। LG-ও এই পথে হাঁটছে। CES 2024-এ তারা লঞ্চ করেছে ট্রান্সপ্যারেন্ট টিভি।