মঙ্গলবার বাজারে এল Galaxy A55 5G এবং Galaxy A35 5G। নতুন A সিরিজের ডিভাইসে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে Samsung। এর মধ্যে গোরিলা গ্লাস ভিকটাস+ সুরক্ষা, ক্যামেরা ফিচারে এআই, টেম্পার রোধী নিরাপত্তা সমাধান, স্যামসাং নক্স ভল্ট অন্যতম। Samsung ইন্ডিয়ার এমএক্স বিজনেসের জেনারেল ম্যানেজার অক্ষয় রাও বলেন, গত দুই বছরে ভারতে সবচেয়ে বেশি যে স্মার্টফোন বিক্রি হয়েছে, সেটা Galaxy A সিরিজের স্মার্টফোন। ভারতের এমএল গ্রাহকদের মধ্যে এর জনপ্রিয়তাই সর্বাধিক।

মিড প্রিমিয়াম সেগমেন্টে Galaxy A55 5G, Galaxy A35 5G লঞ্চ করল Samsung, কী কী ফিচার রয়েছে দেখুন

মঙ্গলবার বাজারে এল Galaxy A55 5G এবং Galaxy A35 5G। নতুন A সিরিজের ডিভাইসে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে Samsung। এর মধ্যে গোরিলা গ্লাস ভিকটাস+ সুরক্ষা, ক্যামেরা ফিচারে এআই, টেম্পার রোধী নিরাপত্তা সমাধান, স্যামসাং নক্স ভল্ট অন্যতম। Samsung ইন্ডিয়ার এমএক্স বিজনেসের জেনারেল ম্যানেজার অক্ষয় রাও বলেন, গত দুই বছরে ভারতে সবচেয়ে বেশি যে স্মার্টফোন বিক্রি হয়েছে, সেটা Galaxy A সিরিজের স্মার্টফোন। ভারতের এমএল গ্রাহকদের মধ্যে এর জনপ্রিয়তাই সর্বাধিক।
মঙ্গলবার বাজারে এল Galaxy A55 5G এবং Galaxy A35 5G। নতুন A সিরিজের ডিভাইসে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে Samsung। এর মধ্যে গোরিলা গ্লাস ভিকটাস+ সুরক্ষা, ক্যামেরা ফিচারে এআই, টেম্পার রোধী নিরাপত্তা সমাধান, স্যামসাং নক্স ভল্ট অন্যতম। Samsung ইন্ডিয়ার এমএক্স বিজনেসের জেনারেল ম্যানেজার অক্ষয় রাও বলেন, গত দুই বছরে ভারতে সবচেয়ে বেশি যে স্মার্টফোন বিক্রি হয়েছে, সেটা Galaxy A সিরিজের স্মার্টফোন। ভারতের এমএল গ্রাহকদের মধ্যে এর জনপ্রিয়তাই সর্বাধিক।
Galaxy A55 5G এবং A35 SG ফ্ল্যাগশিপ সকল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য’। Galaxy A55 5G এবং A35 5G স্মার্টফোন দেশের দ্রুত বৃদ্ধি পাওয়া মিড সেগমেন্টে (৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা) Samsung-কে আরও শক্তিশালী করবে বলে মনে করেন অক্ষয় রাও।
Galaxy A55 5G এবং A35 SG ফ্ল্যাগশিপ সকল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য’। Galaxy A55 5G এবং A35 5G স্মার্টফোন দেশের দ্রুত বৃদ্ধি পাওয়া মিড সেগমেন্টে (৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা) Samsung-কে আরও শক্তিশালী করবে বলে মনে করেন অক্ষয় রাও।
এই প্রথমবার Galaxy A55 5G-তে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। Galaxy A35 5G-তে দেওয়া হয়েছে প্রিমিয়াম গ্লাস ব্যাক। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে। অসম লিলাক, অসম আইস ব্লু এবং অসম নেভি। দুটি ফোনের রেট দেওয়া হয়েছে IP 67। অর্থাৎ ১ মিটার গভীর জলে ৩০ মিনিট পর্যন্ত ঠিক থাকবে এই দুটি ফোন।

এই প্রথমবার Galaxy A55 5G-তে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। Galaxy A35 5G-তে দেওয়া হয়েছে প্রিমিয়াম গ্লাস ব্যাক। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে। অসম লিলাক, অসম আইস ব্লু এবং অসম নেভি। দুটি ফোনের রেট দেওয়া হয়েছে IP 67। অর্থাৎ ১ মিটার গভীর জলে ৩০ মিনিট পর্যন্ত ঠিক থাকবে এই দুটি ফোন।
পাশাপাশি ধুলো, বালি প্রতিরোধী হিসেবেও কাজ করবে। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মিনিমাইজড বেজেল, 120Hz রিফ্রেশ রেটে অত্যন্ত মসৃণভাবে কাজ করবে। এই নতুন A সিরিজের স্মার্টফোনগুলিতে এআই বৈশিষ্টযুক্ত ক্যামেরা ইউজারকে আলাদা অভিজ্ঞতা দেবে। ফটো রিমাস্টার, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার ব্যবহার করতে পারবেন ইউজাররা। Galaxy A55 SG এবং A35 5G-তে ৫০ মেগাপিক্সলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। আল ইমেজ সিগন্যাল প্রসেসিং-সহ উন্নত নাইটগ্রাফি রয়েছে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তোলার সুযোগ দেবে।
পাশাপাশি ধুলো, বালি প্রতিরোধী হিসেবেও কাজ করবে। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মিনিমাইজড বেজেল, 120Hz রিফ্রেশ রেটে অত্যন্ত মসৃণভাবে কাজ করবে। এই নতুন A সিরিজের স্মার্টফোনগুলিতে এআই বৈশিষ্টযুক্ত ক্যামেরা ইউজারকে আলাদা অভিজ্ঞতা দেবে। ফটো রিমাস্টার, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার ব্যবহার করতে পারবেন ইউজাররা। Galaxy A55 SG এবং A35 5G-তে ৫০ মেগাপিক্সলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। আল ইমেজ সিগন্যাল প্রসেসিং-সহ উন্নত নাইটগ্রাফি রয়েছে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তোলার সুযোগ দেবে।
নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। A সিরিজের স্মার্টফোনে প্রথমবার দেওয়া হয়েছে স্যামসং নক্স ভল্ট সিকিউরিটি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, উভয় আক্রমণের বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রদান করবে। পিন, পাসওয়ার্ড এবং প্যাটার্ন লকের মতো ডিভাইসের গুরুত্বপূর্ণ ডেটা থাকবে সম্পূর্ণ নিরাপদ।

নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। A সিরিজের স্মার্টফোনে প্রথমবার দেওয়া হয়েছে স্যামসং নক্স ভল্ট সিকিউরিটি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, উভয় আক্রমণের বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রদান করবে। পিন, পাসওয়ার্ড এবং প্যাটার্ন লকের মতো ডিভাইসের গুরুত্বপূর্ণ ডেটা থাকবে সম্পূর্ণ নিরাপদ।
দাম এবং অফার: Galaxy A55 SG পাওয়া যাচ্ছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৮জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা, ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা এবং ১২জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা।
দাম এবং অফার: Galaxy A55 SG পাওয়া যাচ্ছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৮জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা, ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা এবং ১২জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা।
অন্য দিকে Galaxy A35 5G মিলছে দুটি ভ্যারিয়েন্টে। ৮জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩০,৯৯৯ টাকা। HDFC, OneCard, IDFC ফার্স্ট ব্যাঙ্ক কার্ডে ৩ হাজার টাকার ক্যাশব্যাক এবং ৬ মাসের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইউজার প্রথমবার স্যামসাং ওয়ালেট ব্যবহারে ২৫০ টাকার অ্যামাজন ভাউচার, বিনামূল্যে ২ মাস ইউটিউবের প্রিমিয়াম ভার্সন এবং Microsoft 365 বেসিক + ৬ মাসের ক্লাউড স্টোরেজ (১০০GB পর্যন্ত) পাচ্ছেন সম্পূর্ন বিনামূল্যে।
অন্য দিকে Galaxy A35 5G মিলছে দুটি ভ্যারিয়েন্টে। ৮জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩০,৯৯৯ টাকা। HDFC, OneCard, IDFC ফার্স্ট ব্যাঙ্ক কার্ডে ৩ হাজার টাকার ক্যাশব্যাক এবং ৬ মাসের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইউজার প্রথমবার স্যামসাং ওয়ালেট ব্যবহারে ২৫০ টাকার অ্যামাজন ভাউচার, বিনামূল্যে ২ মাস ইউটিউবের প্রিমিয়াম ভার্সন এবং Microsoft 365 বেসিক + ৬ মাসের ক্লাউড স্টোরেজ (১০০GB পর্যন্ত) পাচ্ছেন সম্পূর্ন বিনামূল্যে।