Sandeshkhali CBI: সন্দেশখালি নিয়ে এবার বড় পদক্ষেপ সিবিআইয়ের! এবার বসতে চলেছে ক্যাম্প অফিস, কী হবে সেখানে?

কলকাতা: এবার সন্দেশখালিতে ক্যাম্প করতে চলেছে সিবিআই। সন্দেশখালিতে ইডির উপরে হামলা ঘটনার পরে তার তদন্তভার নেয় সিবিআই। এরপর হাইকোর্টের নির্দেশে নির্যাতিতা মহিলারা সরাসরি অভিযোগ জানায়। সেই বিষয়টিও খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোযেন্দারা। সন্দেশখালির তদন্ত সুবিধার জন্য এবার ওখানে ক্যাম্প অফিস করবে সিবিআই। এমনটাই সিবিআই সূত্রে খবর।

অফিসের বাইরে সারাক্ষণের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের সিনিয়র অফিসাররা থাকবেন সঙ্গে অন্যান্য সিবিআই আধিকারিকরা থাকবেন। সিবিআই সূত্রে খবর, এর আগে বগুটুই, হাঁসখালিতে সিবিআই ক্যাম্প অফিস করেছিল দ্রুত তদন্ত শেষ করার জন্য। এবার ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিস করতে চলেছে সন্দেশখালির তদন্তর জন্য।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পর তৎপর সিবিআই। দিল্লি সদর দফতরে অর্ডার কপি পাঠানো পরেই কিছু মাস আগে অ্যান্টি কোরাপসন ব্রাঞ্চে বা ক্রাইম ব্রাঞ্চে ক’জন বাঙালি অফিসার আছেন। মহিলা অফিসার ক’জন আছেন। তাঁদের নাম ও কোনও পদে রয়েছেন জানতে চেয়েছে সিবিআই দিল্লি দফতর।

আরও পড়ুন: ভোটের মাঝেই রাজ্যে ফের সিবিআই হানা…আবারও তৃণমূল নেতার বাড়িতেই! এবার কোন মামলায় জিজ্ঞাসাবাদ?

কারণ, ধামাখালি বা সন্দেশখালিতে বেশিরভাগ বাংলায় কথা বলেন সাধারণ মানুষ। ফলে সিবিআই বাঙালি অফিসার ও মহিলা বাঙালি অফিসারদের তদন্তে করতে ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্দেশখালি এখনও পর্যন্ত তদন্ত হয়েছে সেই বিষয়ে কলকাতা সিবিআই অফিসারদের পরামর্শ চায় দিল্লি সদর দফতর।

সিবিআই সূত্রে খবর, এরপরেই হাইকোর্টের অর্ডার অনুসারে ইমেল আইডি তৈরি করা হয়। সিবিআই ইতিমধ্যে সন্দেশখালি অর্ডারের পর কীভাবে তদন্ত করা হবে বা অভিযোগ নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে ব্লু – প্রিন্ট তৈরি করেছে। সন্দেশখালি ভৌগোলিক অবস্থান অনুসারে ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিস হতে চলেছে।

আরও পড়ুন:‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

সিবিআইয়ের দাবি, হাইকোর্টে অর্ডার মেনে দ্রুত তদন্ত করা হবে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে দ্রুত পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে ৬৫০ বেশি অভিযোগ জমা পড়েছে। সরাসরি অভিযোগ করতে হলে এবার ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিসে যেতে পারেন যে কোনো সন্দেশখালির নির্যাতিতারা।

ARPITA HAZRA