Sandip Ghosh

Sandip Ghosh-CBI: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন সিবিআই-এর, রায়দান স্থগিত রাখল আদালত

কলকাতা: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই। প্রসঙ্গত সোমবার আদালতে তিনবার নিজেদের আবেদন সংশোধন করে সিবিআই। প্রথমে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফের নিজেরদের হেফাজতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানায় সিবিআই। কিন্তু শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, কেন জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না সিবিআই? এরপরেই সেই আবেদন প্রত্যাহার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের আবেদন না করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। ফের তা সংশোধন করে দু’জনের ১৪ দিনের জেল  হেফাজতের আবেদন করে সিবিআই। সিবিআই-এর এহেন বারবার আবেদন সংশোধন করায় বিরক্তি প্রকাশ করেন খোদ বিচারক, সিবিআই আইনজীবীর উদ্দেশে বলেন, ”আবেদনের ক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না!” আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।

আরও পড়ুন:‘তখন কি চশমা পরে ছিলেন নির্যাতিতা?’ ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

সোমবার আদালতে সিবিআই-এর আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, ” তদন্ত আমাদের মূল লক্ষ্য । অন্য আর কিছু না ” এরপরেই বিচারক প্রশ্ন করেন, ” কেন ফের হেফাজতে চাইছেন?” সিবিআই বলে, ” যে ফুটেজ ফরেন্সিক পরীক্ষা হয়েছে, তা দেখিয়ে অভিযুক্তদের জেরা করা হবে । তদন্তের জন্য হেফাজতে চাওয়া হচ্ছে ।” উত্তরে বিচারক জানান, ” আপনারা বলছেন সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে, তাহলে তো জেলে গিয়ে জেরা করতে পারেন। আগে জেলে গিয়ে জেরা করুন।”

আরও পড়ুন:‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

উল্লেখ্য, সিবিআই আদালতে জানিয়েছিল, আরজি কর-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। মামলায় সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণেই সন্দীপ এবং অভিজিৎকে আবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। আরও তিন দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই।