সন্দীপের বাড়ি থেকে কী কী পেল CBI?

Sandip Ghosh House Search: সাড়ে ১২ ঘণ্টার তল্লাশি…! গোয়েন্দারা বেরোতে ১ মিনিটে তালা! সন্দীপের বাড়ি থেকে কী কী পেল CBI? চমকে দেওয়া তথ্য

কলকাতা : এককথায় ‘দোর্দণ্ডপ্রতাপ’ সন্দীপ ঘোষ। ধর্ষণ-খুনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার আর্থিক কেলেঙ্কারিতেও স্ক্যানারে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। রবিবার ছিল ঘটনার ঘনঘটা। সকাল সকাল সিবিআই পৌঁছে যায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। কিন্তু দরজা খোলেননি সন্দীপ। রীতিমতো ঘণ্টা খানেক অপেক্ষার পরেই এন্ট্রি পায় সিবিআই।

সকাল ৬টা ৫০ মিনিটে সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দল। কিন্তু তখনই তারা ভিতরে ঢুকতে পারেনি। সোয়া একঘণ্টা পর ভিতরে প্রবেশের অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর দিনভর বেলেঘাটার বাড়িতে প্রিন্টার নিয়ে চলে সাড়ে বারো ঘণ্টার অ্যাকশন। রাতে সিবিআই বেরোনোর এক মিনিটেই গেটে তালা সন্দীপের। কী এমন মিলল সন্দীপের বাড়িতে ম্যারাথন তল্লাশিতে?

আরও পড়ুন: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত…! অতি ভারী বৃষ্টির সতর্কতা ১১ রাজ্যে! কী হবে বাংলায়? সতর্কবাণী আইএমডি-র

সকাল ৮টা ৬ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করেছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা। তার পর থেকে টানা ১২ ঘণ্টা ৪০ মিনিটের তল্লাশির পরে সিবিআই গোয়েন্দারা সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়ে যান রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে বহু নথিপত্র নিয়ে ফিরেছেন তাঁরা।

প্রায় সাড়ে চার ঘণ্টা এ ভাবেই তল্লাশির পরে বাইরে থেকে সিবিআইয়ের আরও একটি দল সন্দীপের বাড়ির ভিতরে ঢোকে। এই দলে ছিলেন ছ’জন সদস্য। কিছু ক্ষণ পরে যাঁরা ভিতরে ছিলেন, তাঁদের মধ্যে তিন জন একটি ব্যাগ হাতে বেরিয়ে আসেন। সূত্র মারফত জানা যায়, সন্দীপের বাড়ি থেকে ওই ব্যাগ নিয়ে সিবিআই গোয়েন্দারা সরাসরি কলকাতায় সিবিআইয়ের দলের একাংশ সদর দফতর নিজাম প্যালেসে চলে যান।

আরও পড়ুন: দুধের সঙ্গে ‘কী’ খেলে ‘ডায়াবেটিস’ নিয়ন্ত্রণে থাকে বলুন তো…? চমকে দেবে ‘উত্তর’, ১০০% গ্যারান্টি!

সন্দীপের বেলেঘাটার বাড়িতে সিবিআই গোয়েন্দাদের সংখ্যা বৃদ্ধি হওয়া নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু তারপরে সেখানে আর কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নজরে পড়েনি। এর পর থেকে যত সময় গড়াচ্ছিল, ততই বাড়ছিল জল্পনা। অবশেষে রাত পৌনে ন’টা নাগাদ সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসে সিবিআই। সূত্রের খবর, সেখান থেকে ‘বেশ কিছু’ নথিপত্র ও তথ্যপ্রমাণ হাতে এসেছে সিবিআইএর।