Sandip Ghosh Polygraph Test: একবার হয়ে গেছে, ফের একবার CBI-র পলিগ্রাফ টেস্টের সামনে সন্দীপ, কোন কোন প্রশ্ন এড়াতে পারবেন না RG Kar-র প্রাক্তন অধ্যক্ষ

:আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে যায় সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। একবার পলিগ্রাফ টেস্ট হওয়ার পর সোমবার ফের পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপ রায়ের৷
:আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে যায় সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। একবার পলিগ্রাফ টেস্ট হওয়ার পর সোমবার ফের পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপ রায়ের৷
শনিবার সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, রবিবার সন্দীপ রাইয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার পর সোমবার ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট৷ সূত্র মারফত জানা যাচ্ছে কী ধরণের প্রশ্ন তাঁকে পলিগ্রাফ টেস্টে করা হতে পারে৷ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট জন্য মাল্টিপেল জাতীয় প্রশ্নের ( yes/ no ) উত্তর দিতে হবে সন্দীপ ঘোষকে। জেনে নিন কী কী প্রশ্ন  থাকতে পারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জন্য৷ 
শনিবার সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, রবিবার সন্দীপ রাইয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার পর সোমবার ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট৷ সূত্র মারফত জানা যাচ্ছে কী ধরণের প্রশ্ন তাঁকে পলিগ্রাফ টেস্টে করা হতে পারে৷ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট জন্য মাল্টিপেল জাতীয় প্রশ্নের ( yes/ no ) উত্তর দিতে হবে সন্দীপ ঘোষকে। জেনে নিন কী কী প্রশ্ন  থাকতে পারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জন্য৷
প্রশ্ন-  সন্দীপ ঘোষ , ঘটনার পর কোনও পদক্ষেপ নিয়েছিলেন?উত্তর - (Y/N)
প্রশ্ন-  সন্দীপ ঘোষ , ঘটনার পর কোনও পদক্ষেপ নিয়েছিলেন?
উত্তর – (Y/N)
প্রশ্ন-  আপনি( সন্দীপ ) অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছিলেন, নির্যাতিতার পরিবারকে প্রথমে অসুস্থ, পরে সুইসাইড -র কথা বলার জন্য?উত্তর -(Y/N)
প্রশ্ন-  আপনি( সন্দীপ ) অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছিলেন, নির্যাতিতার পরিবারকে প্রথমে অসুস্থ, পরে সুইসাইড -র কথা বলার জন্য?
উত্তর -(Y/N)
প্রশ্ন-  অস্বাভাবিক মৃত্যু মামলা হল অথচ হাসপাতাল খুন, ধর্ষণের লিখিত অভিযোগ দিল না। আপনার নির্দেশে এমন হয়েছে?উত্তর -(Y/N)
প্রশ্ন-  অস্বাভাবিক মৃত্যু মামলা হল অথচ হাসপাতাল খুন, ধর্ষণের লিখিত অভিযোগ দিল না। আপনার নির্দেশে এমন হয়েছে?
উত্তর -(Y/N)
প্রশ্ন- সংস্ককারের ( Renovation ) কাজ আপনার (সন্দীপ ) নির্দেশে হচ্ছিল? উত্তর -(Y/N)
প্রশ্ন- সংস্ককারের ( Renovation ) কাজ আপনার (সন্দীপ ) নির্দেশে হচ্ছিল? উত্তর -(Y/N)
প্রশ্ন- যার নির্দেশে আপনি সংস্কারের কাজ চালিয়ে যেতে বলেছিলেন, তাঁকে গভীর ( close )ভাবে চেনেন?উত্তর -(Y/ N)
প্রশ্ন- যার নির্দেশে আপনি সংস্কারের কাজ চালিয়ে যেতে বলেছিলেন, তাঁকে গভীর ( close )ভাবে চেনেন?
উত্তর -(Y/ N)
প্রশ্ন- ঘটনার পরও সংস্কারের কাজ চালালেন, প্রমান লোপাটে হতে পারে মনে হয়নি ?উত্তর -(Y/ N)
প্রশ্ন- ঘটনার পরও সংস্কারের কাজ চালালেন, প্রমান লোপাটে হতে পারে মনে হয়নি ?
উত্তর -(Y/ N)
প্রশ্ন- নির্যাতিতার নাম বার বার বুঝে শুনে আপনি প্রকাশ্যে এনেছিলেন?উত্তর -( Y/ N)
প্রশ্ন- নির্যাতিতার নাম বার বার বুঝে শুনে আপনি প্রকাশ্যে এনেছিলেন?
উত্তর -( Y/ N)
প্রশ্ন-  ঘটনার পর পরিবারকে জানাতে গড়িমসির পিছনে নির্দেশ কী আপনার ( সন্দীপ ) ছিল ?উত্তর -( Y/N)
প্রশ্ন-  ঘটনার পর পরিবারকে জানাতে গড়িমসির পিছনে নির্দেশ কী আপনার ( সন্দীপ ) ছিল ?
উত্তর -( Y/N)
প্রশ্ন-  সঞ্জয় রাইকে চেনেন আপনি ( সন্দীপ )?উত্তর -(Y/N)
প্রশ্ন-  সঞ্জয় রাইকে চেনেন আপনি ( সন্দীপ )?
উত্তর -(Y/N)
প্রশ্ন-  সঞ্জয় রাই হাসপাতালে অবাধ বিচড়নে কথা আপনি(সন্দীপ ) জানতেন?উত্তর - (Y/N)
প্রশ্ন-  সঞ্জয় রাই হাসপাতালে অবাধ বিচড়নে কথা আপনি(সন্দীপ ) জানতেন?
উত্তর – (Y/N)