আদালতের পথে ধৃত সঞ্জয় (কালো কাপড়ে মুখ ঢাকা)৷

Sanjay Rai polygraph test: পলিগ্রাফ টেস্টে সম্মতি দিল আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়, খুলবে রহস্যের জট?

কলকাতা: পলিগ্রাফ টেস্টের ডন্য সম্মতি দিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই৷ আরজি কর কাণ্ডে চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছিল সিবিআই৷ সেই অনুমতি আদালত দিলেও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সঞ্জয় রাইকে সম্মতি দিতে হত৷

এ দিন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সম্মতি নেওয়ার জন্য তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করায় সিবিআই৷ সেখানেই সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেয় অভিযুক্ত সঞ্জয় রাই৷

আরও পড়ুন: সর্বনাশ! সন্দীপের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে! ভয়ঙ্কর ঘটনা ২২-২৩ সালে

এ দিনই সঞ্জয়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত৷ সিবিআই-এর পক্ষ থেকেই সঞ্জয়ের জেল হেফাজত চাওয়া হয়েছিল৷ সেই আবেদন মঞ্জুর করে আদালত৷

নিরাপত্তার কথা ভেবেই এ দিন খোলা এজলাসে সঞ্জয়ের শুনানি হয়নি৷ তার বদলে ম্যাজিস্ট্রেটের চেম্বারেই সঞ্জয়ের শুনানির ব্যবস্থা করা হয়৷