জেলা হাসপাতাল

Alcohol Detector: বিরাট পদক্ষেপ! মদ্যপ ধরতে রাজ্যে এই প্রথমবার অ্যালকোহল ডিটেক্টর বসছে এই হাসপাতালে

দক্ষিণ দিনাজপুর: আরজি করের নৃশংস ঘটনার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বাংলার সরকারি হাসপাতালগুলি আলোচনার শিরোনামে উঠে এসেছে। কিন্তু তা সত্ত্বেও বালুরঘাট জেলা হাসপাতালের নিরাপত্তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিভাগগুলিও তৎপর হয়েছে।

জেলা পূর্ত দফতরের পক্ষ থেকেও একাধিকবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। তার পরেও নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বালুরঘাট শহরের বুকে জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা প্রতিবাদ মিছিল করেন।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় সরকারি দফতরে চাকরির সুযোগ! আবদন করুন আজই!

জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা হাসপাতালের মূল গেটে বসানো হবে অ্যালকোহল ডিটেক্টর। পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত ঘরগুলি এখনও ফাঁকা পড়ে রয়েছে সেগুলোকে তালা বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। বহিরাগত অথবা রোগীর পরিবারের কেউ যাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশের করতে না পারে সেই কারণেই হাসপাতালের প্রবেশের মূল গেটে মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করা হবে।

সুস্মিতা গোস্বামী