Bollywood News: সারেগামাপা-র বিজয়ী! বলিউডে মিলল না সুযোগ! খ্যাতি পেয়েও কোথায় হারিয়ে গেলেন দেবজিৎ

দেবজিৎ সাহা। হঠাৎ এই নাম শুনলে হয়ত তৎক্ষণাৎই কিছু মনে না-ও পড়তে পারে। কিন্তু এক সময় তাঁকে নিয়ে বাঙালির উন্মাদনা কিছু কম ছিল না। ২০০৫ সালে হিন্দি 'সারেগামাপা'-তে অংশগ্রহণ করেছিলেন শিলচরের দেবজিৎ। জয়ীও হয়েছিলেন।
দেবজিৎ সাহা। হঠাৎ এই নাম শুনলে হয়ত তৎক্ষণাৎই কিছু মনে না-ও পড়তে পারে। কিন্তু এক সময় তাঁকে নিয়ে বাঙালির উন্মাদনা কিছু কম ছিল না। ২০০৫ সালে হিন্দি ‘সারেগামাপা’-তে অংশগ্রহণ করেছিলেন শিলচরের দেবজিৎ। জয়ীও হয়েছিলেন।
শৈশব থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত দেবজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই আসে প্রথম সাফল্য। সেই প্রতিযোগিতায় বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছিলেন তাঁর মেন্টর। বিচারকদ থেকে দর্শক, গায়কির জোরে সকলেরই নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
শৈশব থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত দেবজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই আসে প্রথম সাফল্য। সেই প্রতিযোগিতায় বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছিলেন তাঁর মেন্টর। বিচারকদ থেকে দর্শক, গায়কির জোরে সকলেরই নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
পরবর্তীতে বাংলা 'সারেগামাপা'-তে সঞ্চালনা করেন দেবজিৎ। সেই সময় প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
পরবর্তীতে বাংলা ‘সারেগামাপা’-তে সঞ্চালনা করেন দেবজিৎ। সেই সময় প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
সারেগামাপা-তে জয়ী হওয়ার পরেও 'মিউজিক কা মহা মোকাবিলা', 'জো জিতা উওহি সুপারস্টার'-র মতো একাধিক রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন দেবজিৎ।
সারেগামাপা-তে জয়ী হওয়ার পরেও ‘মিউজিক কা মহা মোকাবিলা’, ‘জো জিতা উওহি সুপারস্টার’-র মতো একাধিক রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন দেবজিৎ।
সারেগামাপা-তে বিজয়ী দেবজিতের একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছিল। কিন্তু সেগুলির কোনওটিই দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
সারেগামাপা-তে বিজয়ী দেবজিতের একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছিল। কিন্তু সেগুলির কোনওটিই দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
তুমুল জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি দেবজিৎ। বলিউডে প্লেব্যাক করারও বিশেষ কোনও সুযোগ আসেনি তাঁর কাছে।
তুমুল জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি দেবজিৎ। বলিউডে প্লেব্যাক করারও বিশেষ কোনও সুযোগ আসেনি তাঁর কাছে।
'তিস মার খান', 'সাহেব বিবি গ্যাংস্টার'-এর মতো কিছু ছবিতে তিনি কিছু গান গেয়েছিলেন বটে। তবে বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়নি।
‘তিস মার খান’, ‘সাহেব বিবি গ্যাংস্টার’-এর মতো কিছু ছবিতে তিনি কিছু গান গেয়েছিলেন বটে। তবে বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়নি।
বর্তমানে দেবজিৎ নিজের একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন। তা ছাড়াও নানা জায়গায় স্টেজ শো করেন তিনি। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।
বর্তমানে দেবজিৎ নিজের একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন। তা ছাড়াও নানা জায়গায় স্টেজ শো করেন তিনি। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।