দেওয়াল লিখছেন পঞ্চায়েত প্রধান 

Lok Sabha Election 2024: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে

মুর্শিদাবাদ: তিনি পঞ্চায়েত প্রধান, কিন্তু তিনি পেশায় দেওয়াল লিখন শিল্পী। আর সেই পঞ্চায়েত প্রধান দেওয়াল লিখন শিল্পীর ওপর‌ই এখন ভরসা শাসকদল তৃণমূল কংগ্রেসের। বর্তমানে দেওয়াল লিখন শিল্পীদের কদর চরমে। ভোটের মরশুমে তাঁদের ডাক পড়ে বিভিন্ন জায়গায়। তবে পঞ্চায়েত প্রধান হলেও তিনি নিজেই দলের হয়ে দেওয়াল লিখছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস এমনই কাণ্ড ঘটিয়েছেন। তিনি পঞ্চায়েত অফিসে গিয়ে এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি ভোটের আগে দিনরাত এক করে দেওয়াল লিখছেন।

গৌতম দাস ছোট থেকেই চিত্র অঙ্কনে পটু। পরবর্তীতে জীবিকা হিসেবে দেওয়াল লিখনকে বেছে নেন। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রথমবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। তবে বর্তমানে তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়া এলাকায় দলীয় প্রার্থী আবু তাহের খানের হয়ে দেওয়াল লেখা।

আর‌ও পড়ুন: আবারও একটা ভোট পায়ে হেঁটে নদী পার করে দিতে যেতে হল! সেতু কি আদৌ হবে না?

এবারের লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই জমে উঠেছে মুর্শিদাবাদ কেন্দ্রে। সেখানে খোদ পঞ্চায়েত প্রধানকে দলের হয়ে দিনরাত এক করে দেওয়াল লিখতে দেখে খুশি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা। আমজনতার অনেকেই তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন

কৌশিক অধিকারী