পরবর্তী লক্ষ্য থেকে নিন্দুকদের জবাব, আল নাসেরে প্রথম দিনেই স্বমেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

#রিয়াধ: আনুষ্ঠানিক ঘোষণা ও চুক্তি স্বাক্ষর আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু আল নাসেরের স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথমবার পা রাখার। অবশেষে মঙ্গলবার রাতে রাজকীয়ভাবে পর্তুগীজ মহাতারকাকে বরণ করে নিল সৌদি আরবের ক্লাব। আর ইউরোপীয় ফুটবলের সঙ্গে দেড় দশকের বেশি সময়ের সম্পর্ক ছেদ করে এশীয় ফুটবলে পা রেখেও সেই একই মেজাজে সিআরসেভেন। সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি এশীয় ফুটবলের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান সেই কথাও জানালেন রোনাল্ডো।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। রোনাল্ডোকে স্বাগত জানানোর জন্য কোনরকম ত্রুটি রাখেননি আল নাসের ক্লাব কর্তৃপক্ষ। আলোকসজ্জা থেকে আতসবাজির রোশনাই কোনও কিছুই বাদ ছিল না। দ্রশক ঠাসা স্টেডিয়ামে সমর্থকদের ভালোবাসায় আপ্লুত পর্তুগীজ মহাতারকা। রোনাল্ডোকে স্বাগত জানানোর একাধিক ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

এদিন সাংবাদিক বৈঠক রোনাল্ডো আল নাসেরে যোগ দিতে পেরে কতটা খুশি সেই কথা জানান। একইসঙ্গে এশিয়ার ফুটবলে উন্নতির জন্য তিনি অবদান রাখতে চান সেই কথাও জানান। তিনি বলেছেন,’ইউরোপের ফুটবলে আমার কাজ শেষ। এবার এশিয়ার ফুটবলের জন্য কিছু করতে চাই। গোলার্ধের এই প্রান্তে ফুটবল অনেক এগিয়েছে। শুধু পুরুষদের ফুটবল নয়, মহিলা ফুটবলের জন্য অনেক কাজ হচ্ছে। সেই কাজের সঙ্গে আমিও এগোতে চাই।’

এছাড়া ইউরোপ ছেড়ে এশিয়ায় খেলতে আসায় নিন্দুকরা যে সমালোচনা করেছে এই কদিন তাদেরও জবাব জিতে ভোলেনিন সিআরসেভেন। তারা ফুটবলটাই বোঝেননা বলে জানিয়েছেন রোনাল্ডো। বলেছেন,’যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবল অনেক বদলে গিয়েছে। সেটা এবারের বিশ্বকাপ দেখলেই বোঝা যায়। ফুটবলের বিশ্বায়ন হয়েছে।’

সাংবাদি বৈঠকের পর আল নাসেরের স্টেডিয়ামে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে ৩০ হাজারের বেশি দর্শক অপেক্ষায় ছিলেন মহাতারকাকে তাদের প্রিয় ক্লাবের জার্সিতে প্রথমবার দেখার জন্য। রোনাল্ডোর সঙ্গে তার পরিবারও ছিল। প্রসঙ্গত, আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা।