নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান (Photo: X)

Nepal Plane Crash: টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

কাঠমান্ডু: নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা ! কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে সৌর্য এয়ারলাইন্সের (Saurya Airlines) বিমানটি ৷ বিমানে ওই সময় সব মিলিয়ে ১৯ জন ছিলেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা কারোরই নেই বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ কাঠমান্ডু থেকে বিমানটি পোখরার (Pokhara) উদ্দেশে রওনা হয়েছিল বুধবার সকালে ৷ ১১টা নাগাদ টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷

আরও পড়ুন– উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

দুর্ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ বিমানটি ‘টেক অফ’-এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় বিমানটিতে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের পরিষেবা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷