মানুষ সারা বছর ধরেই পূজা করেন। কিন্তু শ্রাবণ মাস অনেক কারণেই বিশেষ। এই মাসটি ভগবান শিবেরও প্রিয়। তাই শ্রাবণ মাসে প্রায় সকল শিব মন্দিরগুলিতেই সকাল-সন্ধ্যা ভিড় করেন ভক্তরাও। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, যদি নিজের রাশি অনুযায়ী পুজো করা হয়, তাহলে আরও ভাল ফল পাওয়া যায়। জেনে নেওয়া যাক, দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। এতে ধন-সম্পদ, গৌরব ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আর জীবনের সমস্ত কষ্টও দূর হয়।

Sawan Somvar 2024: এই শ্রাবণে সৌভাগ্যের আগমন ঘটবে, শিবের পুজোর সঠিক বিধি জানুন কাশীর পণ্ডিতের মুখে

মানুষ সারা বছর ধরেই পূজা করেন। কিন্তু শ্রাবণ মাস অনেক কারণেই বিশেষ। এই মাসটি ভগবান শিবেরও প্রিয়। তাই শ্রাবণ মাসে প্রায় সকল শিব মন্দিরগুলিতেই সকাল-সন্ধ্যা ভিড় করেন ভক্তরাও। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, যদি নিজের রাশি অনুযায়ী পুজো করা হয়, তাহলে আরও ভাল ফল পাওয়া যায়। জেনে নেওয়া যাক, দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। এতে ধন-সম্পদ, গৌরব ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আর জীবনের সমস্ত কষ্টও দূর হয়।
মানুষ সারা বছর ধরেই পূজা করেন। কিন্তু শ্রাবণ মাস অনেক কারণেই বিশেষ। এই মাসটি ভগবান শিবেরও প্রিয়। তাই শ্রাবণ মাসে প্রায় সকল শিব মন্দিরগুলিতেই সকাল-সন্ধ্যা ভিড় করেন ভক্তরাও। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, যদি নিজের রাশি অনুযায়ী পুজো করা হয়, তাহলে আরও ভাল ফল পাওয়া যায়। জেনে নেওয়া যাক, দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। এতে ধন-সম্পদ, গৌরব ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আর জীবনের সমস্ত কষ্টও দূর হয়।
শ্রাবণ মাসে ভগবান শিবের অভিষেক করার উপায়: আসলে কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা ভাবে অভিষেক করার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। মেষ রাশি: দুধে জাফরান মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মেষ রাশির জাতক-জাতিকাদের। এমনটা করলে জ্ঞান অর্জন তো হবেই, সেই সঙ্গে সৌভাগ্যও আসবে।
শ্রাবণ মাসে ভগবান শিবের অভিষেক করার উপায়: আসলে কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা ভাবে অভিষেক করার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। মেষ রাশি: দুধে জাফরান মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মেষ রাশির জাতক-জাতিকাদের। এমনটা করলে জ্ঞান অর্জন তো হবেই, সেই সঙ্গে সৌভাগ্যও আসবে।
বৃষ রাশি:অভিষেক করার জলে চিনি মিশিয়ে ভগবান শঙ্করের অভিষেক করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মিথুন রাশি: শ্রাবণ মাসে জলে জাফরান ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মিথুন রাশির জাতক-জাতিকাদের। এতে পরিবারে সৌহার্দ্য তৈরি হয়।কর্কট রাশি: গঙ্গা জলে হলুদ এবং দেশি ঘি যোগ করে ভগবান শিবের অভিষেক করা উচিত এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের। এতে রোগ থেকে মুক্তি মিলবে।
বৃষ রাশি:অভিষেক করার জলে চিনি মিশিয়ে ভগবান শঙ্করের অভিষেক করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মিথুন রাশি: শ্রাবণ মাসে জলে জাফরান ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মিথুন রাশির জাতক-জাতিকাদের। এতে পরিবারে সৌহার্দ্য তৈরি হয়।
কর্কট রাশি: গঙ্গা জলে হলুদ এবং দেশি ঘি যোগ করে ভগবান শিবের অভিষেক করা উচিত এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের। এতে রোগ থেকে মুক্তি মিলবে।
সিংহ রাশি: জল এবং ডালিমের রস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত সিংহ রাশির জাতক-জাতিকাদের। এতে রক্ত ​​সংক্রান্ত সমস্যা দূর হয় এবং মানসিক যন্ত্রণার অবসান হয়। কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা যদি গরুর দুধে জাফরান মিশিয়ে ভগবান শিবের অভিষেক করেন, তাহলে তাঁদের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে।
সিংহ রাশি: জল এবং ডালিমের রস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত সিংহ রাশির জাতক-জাতিকাদের। এতে রক্ত ​​সংক্রান্ত সমস্যা দূর হয় এবং মানসিক যন্ত্রণার অবসান হয়। কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা যদি গরুর দুধে জাফরান মিশিয়ে ভগবান শিবের অভিষেক করেন, তাহলে তাঁদের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত। বৃশ্চিক রাশি: গঙ্গার জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত। এতে নেশা সংক্রান্ত সমস্যা দূর হয়। ধনু রাশি: জলে দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত ধনু রাশির জাতক-জাতিকাদের। এর মাধ্যমে তারা জ্ঞান ও প্রজ্ঞা লাভ করা সম্ভব।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত। বৃশ্চিক রাশি: গঙ্গার জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত। এতে নেশা সংক্রান্ত সমস্যা দূর হয়। ধনু রাশি: জলে দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত ধনু রাশির জাতক-জাতিকাদের। এর মাধ্যমে তারা জ্ঞান ও প্রজ্ঞা লাভ করা সম্ভব।
মকর রাশি: ডালিমের রসের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করা উচিত মকর রাশির জাতক-জাতিকাদের। এতে শক্তি, বুদ্ধি এবং সম্পদ লাভ হয়। কুম্ভ রাশি:মাটির কলসের জলে চিনি, আখের রস এবং দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এটি স্নায়ু সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। মীন রাশি: জলে দুধ, দই ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মীন রাশির জাতক-জাতিকাদের। এর ফলে সকল কাঙ্খিত ইচ্ছা পূরণ হবে।
মকর রাশি: ডালিমের রসের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করা উচিত মকর রাশির জাতক-জাতিকাদের। এতে শক্তি, বুদ্ধি এবং সম্পদ লাভ হয়। কুম্ভ রাশি:
মাটির কলসের জলে চিনি, আখের রস এবং দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এটি স্নায়ু সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। মীন রাশি: জলে দুধ, দই ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মীন রাশির জাতক-জাতিকাদের। এর ফলে সকল কাঙ্খিত ইচ্ছা পূরণ হবে।