প্রতিকী ছবি।

Sawan Somvar Vrat Rules: শ্রাবণ সোমবারের ব্রতপালনে মহাদেবকে দিন এইসব ফুল! কিন্তু ভুলেও দেবেন না এই পাতা! দিলেই সর্বনাশ

শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদীদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কি কি ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদীদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কি কি ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
বিশিষ্ট পুরোহিত এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করতে হয়। তবে বেল পাতা ১১ অথবা ২১ টি অর্পণ করবেন। চেষ্টা করবেন বেলপাতা সোমবার না তুলে আগের দিন তুলে রাখতে।
বিশিষ্ট পুরোহিত এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করতে হয়। তবে বেল পাতা ১১ অথবা ২১ টি অর্পণ করবেন। চেষ্টা করবেন বেলপাতা সোমবার না তুলে আগের দিন তুলে রাখতে।
দেবাদীদেবের অন্য আরও একটি প্রিয় ফুল হল ধুতরো। ধুতরো ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধুতরো ফুল শিবলিঙ্গে দেওয়ার পাশাপাশি ধুতরো ফল অর্পণ করতে পারেন। কিন্তু অবশ্যই সেগুলি আগে গঙ্গাজলে ধুয়ে নেবেন।
দেবাদীদেবের অন্য আরও একটি প্রিয় ফুল হল ধুতরো। ধুতরো ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধুতরো ফুল শিবলিঙ্গে দেওয়ার পাশাপাশি ধুতরো ফল অর্পণ করতে পারেন। কিন্তু অবশ্যই সেগুলি আগে গঙ্গাজলে ধুয়ে নেবেন।
এই বিশিষ্ট পুরোহিত বলছেন, যাদের সামনেই বিয়ে রয়েছে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তারা শ্রাবণ সোমবার ব্রত পালন করার সময় শিবলিঙ্গে অবশ্যই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দেবেন। কারণ এই ফুলটিও মহাদেবের ভীষণ প্রিয়। মহাদেবের কৃপায় বিবাহে বাধা কেটে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে।
এই বিশিষ্ট পুরোহিত বলছেন, যাদের সামনেই বিয়ে রয়েছে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তারা শ্রাবণ সোমবার ব্রত পালন করার সময় শিবলিঙ্গে অবশ্যই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দেবেন। কারণ এই ফুলটিও মহাদেবের ভীষণ প্রিয়। মহাদেবের কৃপায় বিবাহে বাধা কেটে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে।
দামোদর বাবু বলছেন, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করার সময় শিবকে গঙ্গা জলে অভিষেক করুন। সেই গঙ্গাজলে অবশ্যই একটি সাদা ফুল দিতে ভুলবেন না । তাছাড়া এদিন মহাদেবকে দিন কলকে ফুল। এই নিয়ম মানলে মহাদেব বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন।
দামোদর বাবু বলছেন, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করার সময় শিবকে গঙ্গা জলে অভিষেক করুন। সেই গঙ্গাজলে অবশ্যই একটি সাদা ফুল দিতে ভুলবেন না । তাছাড়া এদিন মহাদেবকে দিন কলকে ফুল। এই নিয়ম মানলে মহাদেব বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন।
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে সাবধান করেছেন দামোদর চক্রবর্তী। তিনি বলছেন, তুলসী পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসী অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদীদেবের পুজোর সময় তাঁকে তুলসী দেবেন না।
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে সাবধান করেছেন দামোদর চক্রবর্তী। তিনি বলছেন, তুলসী পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসী অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদীদেবের পুজোর সময় তাঁকে তুলসী দেবেন না।