WB Election 2021: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব সায়ন্তিকা

#কলকাতা: প্রত্যক্ষ রাজনীতির আঙিনায় এই প্রথম পা রেখেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)৷ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে গত শুক্রবার তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে এখনও নিজেকে নেত্রী মানতে নারাজ সায়ন্তিকা৷ দলের প্রতিনিধি হয়েই কাজ করতে চান বলেই জানিয়েছেন তিনি৷

রবিবার পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ‘কেন সিলিন্ডারের দাম ৯০০ টাকা হল?’ এই মর্মেই কলকাতায় ব্রিগেড সমাবেশ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো৷

এদিন সন্ধ্যায় সায়ন্তিকা এই ইস্যুতেই ট্যুইট করেন৷ তিনি লেখেন, “এলপিজির লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছিলেন বাংলার মেয়েরা। শিলিগুড়িতে হওয়া এই ঐতিহাসিক মহিলা মিছিলে পা মেলালেন উত্তরবঙ্গের হাজার হাজার অধিবাসী। এই বিশাল পদযাত্রা আজ শপথ নিল বিজেপির লুটের রাজের বিরুদ্ধে৷” এর সঙ্গে সায়ন্তিকা #IndiaAgainstLPGLoot জুড়ে দেন৷

 

এর পাশাপাশি এদিন সায়ন্তিকা আরও একটি ট্যুইট করেন৷ বাঁকুড়ায় তাঁর নামে যে, দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, সেই ছবিও পোস্ট করে সায়ন্তিকা লেখেন “বাঁকুড়া আমি তোমাদের কাছে আসছি”৷ এদিন শিলিগুড়িতে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান তৃণমূলের পদযাত্রায় পা মেলান৷ সেই ছবি  নুসরত ট্যুইট করেছেন “দিদির সাথে, দিদির পাশে” লিখে৷