এলাকা জুড়ে নেমে এসেছে ভয়ের পরিবেশত্র

North 24 Parganas News: ভয়ের পরিবেশ বসিরহাটের স্বরূপনগরে, আতঙ্কে কাঁপছে স্থানীয়রা, যা ঘটছে জানলে শিউরে উঠবেন!

উত্তর চব্বিশ পরগণা: উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার স্বরূপনগর, সেখানে দেখা দিয়েছে অদ্ভুত আতঙ্ক৷

জানা গিয়েছে স্বরূপনগর অঞ্চলজুড়ে শুরু হয়েছে শেয়ালের তান্ডব৷  ইতিমধ্যেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ৩০ থেকে ৩৫ জনকে শেয়ালে কামড়েছে। তাঁদের মধ্যে বেশকয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেশিভাগই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে৷ শেয়ালের আতঙ্কে গ্রামবাসীরা দিনরাত লাঠি নিয়ে ঘুরছে।

আরও পড়ুন: ঘুর্ণাবর্তের জের, টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, আজ দিনভর কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

এলাকা জুড়ে নেমে এসেছে ভয়ের পরিবেশ৷ রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় লোকেরা৷ রাত নামলেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: ইঁদুরের যম, মাত্র ১০ টাকা খরচ করলেই ঘরের ত্রি সীমানায় থাকবে না, রইল বিশেষজ্ঞের পরামর্শ

এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে বাগান ও বাঁশ বাগান রয়েছে৷ সেখানেই শেয়ালের আস্তানাগুলো রয়েছে। সেখান থেকেই প্রতিদিন গ্রামে ঢুকে মানুষকে কামড়াচ্ছে ।

এলাকার মানুষ বনদফতরে এই নিয়ে অভিযোগও করেছে৷ তাঁরা চান বনদফতর অথবা প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কিছু ব্যবস্থা নিক৷ শেয়ালগুলোকে ধরে যেন অন্যত্র সংরক্ষণ করা হয়, এমনই দাবি এলাকার মানুষের।

অনুপম সাহা