শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ে তিন দিনেট শিল্প মেলা

Howrah News: বাতিল জিনিসে তৈরি দারুণ সব জিনিস! নজর কেড়েছে হস্তশিল্প মেলা

ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি শিল্প সামগ্রী নিয়ে হস্তশিল্প মেলার আয়োজন শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ে।
ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি শিল্প সামগ্রী নিয়ে হস্তশিল্প মেলার আয়োজন শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ে।
তিনদিনব্যাপী শিল্প মেলায় নানা সামগ্রী রয়েছে। যেমন গয়না, শাড়ি থেকে ঘর সাজানোর বিভিন্ন জিনিস।
তিনদিনব্যাপী শিল্প মেলায় নানা সামগ্রী রয়েছে। যেমন গয়না, শাড়ি থেকে ঘর সাজানোর বিভিন্ন জিনিস।
স্কুলের শিক্ষার্থী থেকে শিক্ষক, দারুণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন এই শিল্প মেলায়।
স্কুলের শিক্ষার্থী থেকে শিক্ষক, দারুণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন এই শিল্প মেলায়।
নারকেলের মালা দিয়ে কাপ, কাঁচের বোতলে নকশা, ভাঙা কাঁচের হাতের কাজ, আইসক্রিম স্টিকের পেনদানি-সহ নানা ঘর সাজানোর জিনিস বেশ নজরে কেড়েছে।
নারকেলের মালা দিয়ে কাপ, কাঁচের বোতলে নকশা, ভাঙা কাঁচের হাতের কাজ, আইসক্রিম স্টিকের পেনদানি-সহ নানা ঘর সাজানোর জিনিস বেশ নজরে কেড়েছে।
শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী পাল জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠানে দারুণ উৎসাহিত শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী পাল জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠানে দারুণ উৎসাহিত শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।