cat crossing the road

Scientific Fact: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যায় গাড়ি, কুসংস্কার নয়, আসল বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন

বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান! বিড়াল রাস্তার পাড় করে চলে গেলে পথচলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যান! এই প্রথা চলে আসছে সেই কোন যুগ থেকে!
বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান! বিড়াল রাস্তার পাড় করে চলে গেলে পথচলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যান! এই প্রথা চলে আসছে সেই কোন যুগ থেকে!
আমরা ভাবি এই নিয়ম শুধুই কুসংস্কার, কিন্তু তা নয়। এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।
আমরা ভাবি এই নিয়ম শুধুই কুসংস্কার, কিন্তু তা নয়। এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।
আগে কার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত৷ গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হত। সেই রেওয়াজই থেকেই নাকি যে-কোনও গাড়ির সামনে দিয়ে বিড়াল গেলেই, গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয়।
আগে কার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত৷ গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হত। সেই রেওয়াজই থেকেই নাকি যে-কোনও গাড়ির সামনে দিয়ে বিড়াল গেলেই, গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয়।
রয়েছে আরও কারণ! বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷ তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়৷
রয়েছে আরও কারণ! বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷ তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়৷
সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওবার প্রবণতা।
সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওবার প্রবণতা।