বাচ্চা মানেই নানা রকম ভুল করবে৷ কখনও তাদের সঠিক পথ দেখানোর জন্য শাসনেরও দরকার হয়৷ কিন্তু অনেকেই দেখা যায় সকলের সামনেই বাচ্চাকে বকাঝকা করছেন৷ তাতে কিন্তু ফল হিতে বিপরীত হয়ে যেতে পারে৷ বাচ্চার ভবিষ্যতের জন্য ঘটতে পারে সাংঘাতিক বিপদ৷

Parenting Tips: সাবধান! জনসমক্ষে বাচ্চাকে এইগুলো বলছেন? সন্তানের ক্ষতি হয়ে যাচ্ছে না তো?

বাচ্চা মানেই নানা রকম ভুল করবে৷ কখনও তাদের সঠিক পথ দেখানোর জন্য শাসনেরও দরকার হয়৷ কিন্তু অনেকেই দেখা যায় সকলের সামনেই বাচ্চাকে বকাঝকা করছেন৷ তাতে কিন্তু ফল হিতে বিপরীত হয়ে যেতে পারে৷ বাচ্চার ভবিষ্যতের জন্য ঘটতে পারে সাংঘাতিক বিপদ৷
বাচ্চা মানেই নানা রকম ভুল করবে৷ কখনও তাদের সঠিক পথ দেখানোর জন্য শাসনেরও দরকার হয়৷ কিন্তু অনেকেই দেখা যায় সকলের সামনেই বাচ্চাকে বকাঝকা করছেন৷ তাতে কিন্তু ফল হিতে বিপরীত হয়ে যেতে পারে৷ বাচ্চার ভবিষ্যতের জন্য ঘটতে পারে সাংঘাতিক বিপদ৷
বয়স কম মানেই যে আত্মসম্মান কম থাকবে এমনটা নয়৷ তাই বাইরের লোকের সামনে বোকাবকি করলে শিশুর উপর তা নেতিবাচক প্রভাব পড়ে৷ জনসমক্ষে তিরষ্কার করলে  শিশুটি ধীরে ধীরে নির্লজ্জ হতে থাকে৷
বয়স কম মানেই যে আত্মসম্মান কম থাকবে এমনটা নয়৷ তাই বাইরের লোকের সামনে বোকাবকি করলে শিশুর উপর তা নেতিবাচক প্রভাব পড়ে৷ জনসমক্ষে তিরষ্কার করলে শিশুটি ধীরে ধীরে নির্লজ্জ হতে থাকে৷
জনসমক্ষে খালি ভুল ধরলে করলে শিশুর মধ্যে ধীরে ধীরে রাগ হতাশা গ্রাস করে৷ বেশি বকাঝকা করলে শিশু বড় হওয়ার পর বড়দের সম্মান করে না৷
জনসমক্ষে খালি ভুল ধরলে করলে শিশুর মধ্যে ধীরে ধীরে রাগ হতাশা গ্রাস করে৷ বেশি বকাঝকা করলে শিশু বড় হওয়ার পর বড়দের সম্মান করে না৷
পাবলিক প্লেসে শিশুদের শাসন করলে ওদের মধ্যে অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতার মনোভাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে৷ যা ভবিষ্যতে যে কোনও সম্পর্কের জন্যই ক্ষতিকর হতে পারে৷
পাবলিক প্লেসে শিশুদের শাসন করলে ওদের মধ্যে অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতার মনোভাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে৷ যা ভবিষ্যতে যে কোনও সম্পর্কের জন্যই ক্ষতিকর হতে পারে৷
শিশু ভুল করলে তাকে তিরষ্কার করবেন না৷ জনসমক্ষে না বকে ওকে আলাদা করে শান্ত ভাবে ভুলগুলো বোঝানোর চেষ্টা করুন৷
শিশু ভুল করলে তাকে তিরষ্কার করবেন না৷ জনসমক্ষে না বকে ওকে আলাদা করে শান্ত ভাবে ভুলগুলো বোঝানোর চেষ্টা করুন৷