Skin Care: রোদে পুড়ে ত্বকে কালো ছাপ, ট্যান দূর করতে রইল মোক্ষম উপায়

তীব্র রোদে-পুড়ে ত্বকের অবস্থা কাহিল৷ ত্বকে কালো ছোপ৷ এইদিকে পুজোও খুব একটা দূরে নেই৷ এই সময় ত্বকের একটু আধটু তো যত্ন লাগবেই৷ বাজারে অ্যান্টি ট্যানিং ফেসপ্যাকের সংখ্যা কম নেই৷ কিন্তু সেই সমস্ত ফেসপ্যাকে ক্ষতিকারক কেমিক্যালের উপস্থিতি ত্বকের আরও ক্ষতি হয়৷ কিন্তু আপনাদের হেঁসেল থেকেই বানিয়ে ফেলা যেতে পারা যায় চটজলদি বেশ কয়েকটা ফেসপ্যাক৷ তাই একটু সময় নিয়ে নিজের জন্য কিছুটা যত্ন তো তুলে রাখতেই পারেন৷
তীব্র রোদে-পুড়ে ত্বকের অবস্থা কাহিল৷ ত্বকে কালো ছোপ৷ এইদিকে পুজোও খুব একটা দূরে নেই৷ এই সময় ত্বকের একটু আধটু তো যত্ন লাগবেই৷ বাজারে অ্যান্টি ট্যানিং ফেসপ্যাকের সংখ্যা কম নেই৷ কিন্তু সেই সমস্ত ফেসপ্যাকে ক্ষতিকারক কেমিক্যালের উপস্থিতি ত্বকের আরও ক্ষতি হয়৷ কিন্তু আপনাদের হেঁসেল থেকেই বানিয়ে ফেলা যেতে পারা যায় চটজলদি বেশ কয়েকটা ফেসপ্যাক৷ তাই একটু সময় নিয়ে নিজের জন্য কিছুটা যত্ন তো তুলে রাখতেই পারেন৷
শশার ফেসপ্যাক: ত্বককে ঠান্ডা করতে ও আর্দ্র রাখতে শশার কোনও বিকল্প নেই৷ এছাড়াও অত্যাধিক রোদে ত্বকে জ্বালাপোড়া অনুভব হয়৷ এর জন্য শশার ফেসপ্যাক ব্যবহার করতে পারে৷ শশা ভাল করে প্রথমে কুরিয়ে নিন৷ এর সঙ্গে অল্প গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন৷ ৷ তুলোর বল দিয়ে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷
শশার ফেসপ্যাক: ত্বককে ঠান্ডা করতে ও আর্দ্র রাখতে শশার কোনও বিকল্প নেই৷ এছাড়াও অত্যাধিক রোদে ত্বকে জ্বালাপোড়া অনুভব হয়৷ এর জন্য শশার ফেসপ্যাক ব্যবহার করতে পারে৷ শশা ভাল করে প্রথমে কুরিয়ে নিন৷ এর সঙ্গে অল্প গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন৷ ৷ তুলোর বল দিয়ে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷
টম্যাটোর ফেসপ্যাক: গরমে অতিরিক্ত ঘামের পেল ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়৷ টম্যাটোতে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে৷ যা ট্যান দূর করার সঙ্গে-সঙ্গে ত্বকেরও নানা রকম সমস্যাও সমাধান করে৷ এছাড়াও যেহেতু টম্যাটো-তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই এই ফেসপ্যাকের ব্যবহারে ত্বকের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পায়৷
টম্যাটোর ফেসপ্যাক: গরমে অতিরিক্ত ঘামের পেল ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়৷ টম্যাটোতে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে৷ যা ট্যান দূর করার সঙ্গে-সঙ্গে ত্বকেরও নানা রকম সমস্যাও সমাধান করে৷ এছাড়াও যেহেতু টম্যাটো-তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই এই ফেসপ্যাকের ব্যবহারে ত্বকের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পায়৷
পেঁপের ফেসপ্যাক: পাকা পেঁপে কেবল খেতে যেমন সুস্বাদু, তেমনই ত্বককেও সুস্থ রাখে৷ ট্যান দূর করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক৷
পেঁপের ফেসপ্যাক: পাকা পেঁপে কেবল খেতে যেমন সুস্বাদু, তেমনই ত্বককেও সুস্থ রাখে৷ ট্যান দূর করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক৷
লেবুর ফেসপ্যাক: লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে৷ ফলে লেবুর ফেসপ্যাকে কেবল ট্যান দূর হয় না৷ ত্বকের হারানো ঔজ্জ্বল্যও ফিরে আসে৷ এর সঙ্গে চিনি মেশালে তা ভাল এক্সফোলিয়েটের কাজ করে৷ প্রথমে ১ টেবলচামচ লেবুর রস নিন৷ তার সঙ্গে ১ চা-চামচ চিনি মেশান৷ ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগান৷ ১০মিনিট মতো প্যাকটা লাগিয়ে রাখুন৷ সাধারণ জল দিয়ে ধুয়ে নিন৷
লেবুর ফেসপ্যাক: লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে৷ ফলে লেবুর ফেসপ্যাকে কেবল ট্যান দূর হয় না৷ ত্বকের হারানো ঔজ্জ্বল্যও ফিরে আসে৷ এর সঙ্গে চিনি মেশালে তা ভাল এক্সফোলিয়েটের কাজ করে৷ প্রথমে ১ টেবলচামচ লেবুর রস নিন৷ তার সঙ্গে ১ চা-চামচ চিনি মেশান৷ ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগান৷ ১০মিনিট মতো প্যাকটা লাগিয়ে রাখুন৷ সাধারণ জল দিয়ে ধুয়ে নিন৷
বেসন ফেসপ্যাক: ট্যান দূর করতে মা-কাকিমাদের সবচেয়ে বড় ভরসা এই বেসন৷ প্রাচীনকালে রূপচর্চায় এর কদর ছিল বেশ বেশি৷ একটা বোলে ১ টেবলচামচ বেসন, হলুদগুঁড়ো, দই একসঙ্গে মিশিয়ে নিন৷ ১৫-২০ মিনিট এই প্যাক লাগিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন৷
বেসন ফেসপ্যাক: ট্যান দূর করতে মা-কাকিমাদের সবচেয়ে বড় ভরসা এই বেসন৷ প্রাচীনকালে রূপচর্চায় এর কদর ছিল বেশ বেশি৷ একটা বোলে ১ টেবলচামচ বেসন, হলুদগুঁড়ো, দই একসঙ্গে মিশিয়ে নিন৷ ১৫-২০ মিনিট এই প্যাক লাগিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন৷
অ্যালোভেরা ফেসপ্যাক: এক কথায় অ্যালোভেরা ত্বকের বেস্টফ্রেন্ড৷ বাজারে অনেকধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়৷ তবে গাছ থেকে একেবারে প্রাকৃতিক অ্যালোভেরা রস ব্যবহার করতে পারেন৷ অ্যালোভেরার রসের সঙ্গে ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে দিন৷ কুড়ি মিনিট রেখে দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ ট্যান দূর হওয়ার পাশাপাশি এতে ত্বকের আর্দ্রতাও বৃদ্ধি পাবে৷
অ্যালোভেরা ফেসপ্যাক: এক কথায় অ্যালোভেরা ত্বকের বেস্টফ্রেন্ড৷ বাজারে অনেকধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়৷ তবে গাছ থেকে একেবারে প্রাকৃতিক অ্যালোভেরা রস ব্যবহার করতে পারেন৷ অ্যালোভেরার রসের সঙ্গে ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে দিন৷ কুড়ি মিনিট রেখে দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ ট্যান দূর হওয়ার পাশাপাশি এতে ত্বকের আর্দ্রতাও বৃদ্ধি পাবে৷
কফির ফেসপ্যাক: প্রচন্ড গরমে ঘামের সমস্যা সবচেয়ে বড়৷ এর ফলে ত্বকে ডেডস্কিনের সমস্যা হয়৷ কফি ত্বকে খুব ভাল এক্সফলিয়েটর হিসেবে কাজ করে৷ একটা বোলে কফি নিন, তারপর তাতে হলুদ ও দই মেশান৷ তারপর ১৫ মিনিট রেখে দিন৷ কিছুক্ষণ পর জলে দিয়ে ধুয়ে নিন৷
কফির ফেসপ্যাক: প্রচন্ড গরমে ঘামের সমস্যা সবচেয়ে বড়৷ এর ফলে ত্বকে ডেডস্কিনের সমস্যা হয়৷ কফি ত্বকে খুব ভাল এক্সফলিয়েটর হিসেবে কাজ করে৷ একটা বোলে কফি নিন, তারপর তাতে হলুদ ও দই মেশান৷ তারপর ১৫ মিনিট রেখে দিন৷ কিছুক্ষণ পর জলে দিয়ে ধুয়ে নিন৷
তা বলে কেবল ফেসপ্যাক মাখলেই কিন্তু হল না৷ তার সঙ্গে চাই ত্বকের যত্নও৷ আর সূয্যি মামা এই বর্ষায় একটু মুখ লুকিয়েছে বলেই যে, সানস্ক্রিনকে ড্রেসিংটেবলের একেবারে উপরের তাকে তুলে রাখবেন তা কিন্তু হবে না৷ তার সঙ্গে এই একটু বাড়তি যত্নের মিশেলে আপনার ত্বকও নিখুঁত হয়ে উঠবে৷
তা বলে কেবল ফেসপ্যাক মাখলেই কিন্তু হল না৷ তার সঙ্গে চাই ত্বকের যত্নও৷ আর সূয্যি মামা এই বর্ষায় একটু মুখ লুকিয়েছে বলেই যে, সানস্ক্রিনকে ড্রেসিংটেবলের একেবারে উপরের তাকে তুলে রাখবেন তা কিন্তু হবে না৷ তার সঙ্গে এই একটু বাড়তি যত্নের মিশেলে আপনার ত্বকও নিখুঁত হয়ে উঠবে৷