মুম্বই: বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। বলাই বাহুল্য যে, মহিলা ভক্তরা হৃতিকের সৌন্দর্যের জাদুতে পাগল। এদিকে আবার রণবীর কাপুর কিংবা সলমন খানের মতো সুপারস্টারের একঝলক পাওয়ার জন্য যেন মুখিয়ে থাকেন ভক্তরা।
যদিও তাঁদের পিছনে ফেলে দিয়েছেন আর এক ভারতীয় সুপারস্টার। আসলে বিশ্বের ১০ জন সবথেকে সুন্দর পুরুষের মধ্যে স্থান করে নিয়েছেন ভারতীয় ওই অভিনেতা। অথচ একটা সময় তাঁকে রীতিমতো কুৎসিত বলে অপমান করেছিলেন বলিউডের এক পরিচালক।
কিন্তু কে সেই সুপারস্টার?
আরও পড়ুন: ভয়ঙ্কর কঠিন সব রোগে ভুগছেন সলমান-ক্যাটরিনা-রণবীর-অনুষ্কা, এসব নিয়ে কেউ খোঁজই রাখে না!
এই অভিনেতাই বিগত ৩০ বছর ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন। একবার নিজের চেহারা নিয়ে কথা শুনতে হয়েছিল তাঁকে। এক পরিচালকের কাছ থেকে মিলেছিল কুৎসিত তকমা। তবে আজ তিনি বিশ্বের ১০ জন সুন্দর পুরুষের তালিকায় স্থান করে নিয়েছেন। এমনকী তিনিই এখন একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। কার কথা বলা হচ্ছে, সেটা কি বোঝা যাচ্ছে? এই অভিনেতা আর কেউ নন, তিনি হলেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান!
আরও পড়ুন: লামাহাটার লেক দেখে নীচে নামতেই সব শেষ, পাহাড়ে বাঙালি পর্যটকের মর্মান্তিক মৃত্যু!
সেলিব্রিটি প্লাস্টিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা একটি গবেষণা করেছেন। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গিয়েছে যে, ব্র্যাড পিট কিংবা টম ক্রুজ নন, বরং অ্যারন টেলর-জনসন বিশ্বের সবথেকে সুন্দর পুরুষের তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় সুপারস্টার শাহরুখ খান। গ্রিক গোল্ডেন রেশিও অফ বিউটিফাই ব্য়বহার করে মুখের ভারসাম্য এবং নিখুঁত সৌন্দর্যের বিষয়টা তুলে ধরেছেন ডা. জুলিয়ান ডি সিলভা। তিনি এই বিষয়টির পরিমাপ করতে অ্যাডভান্সড ফেস-ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করেছেন।
বলে রাখা ভাল যে, সৌন্দর্যের পরিমাপ করার জন্য আর্ট এবং ডিজাইনর একটি ফর্মুলা হল গোল্ডেন রেশিও। JustJared-এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মুখের ভারসাম্য পরিমাপ করে গোল্ডেন রেশিও। যা কোনও ব্যক্তির শারীরিক গঠন কতটা নিখুঁত, সেটা তুলে ধরে। আর ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বের ১০ জন সবথেকে সুন্দর পুরুষের মধ্যে স্থান করে নিতে পেরেছেন শাহরুখ খান।
তাঁর ফেসিয়াল সিমেট্রি স্কোর ৮৬.৭৬ শতাংশ ব্রিটিশ অভিনেতা ইডরিস এলবা রয়েছেন নবম স্থানে। তাঁর ফেসিয়াল সিমেট্রি স্কোর ৮৭.৯৪ শতাংশ। আবার রিভারডেল তারকা চার্লস মেলটন পেয়েছেন অষ্টম স্থান। তাঁর স্কোর ৮৮.৪৬ শতাংশ। এরপরে নিকোলাস হোল্ট পেয়েছেন সপ্তম স্থান। তাঁর স্কোর ৮৯.৮৪ শতাংশ। ষষ্ঠ স্থান অধিকার করেছেন জর্জ ক্লুনি। তাঁর প্রাপ্ত নম্বর ৮৯.৯ শতাংশ। আবার জ্যাক লোডেনের স্কোর ৯০.৩৩ শতাংশ।