কেন থাকে বলুন তো?

GK: লরি-ট্রাকের পিছনে ছেঁড়া চটি ঝোলানো দেখেছেন তো? কেন থাকে বলুন তো! কুংসস্কার নয়, পিছনে রয়েছে বিরাট যুক্তি

রাস্তা দিয়ে যাবার সময় প্রায় বড় বড় ট্রাক, বাস, লরি কিংবা মালবাহী ভ্যানের পিছনে একটা ছেঁড়া জুতো বা চটি ঝুলতে দেখা যায়। এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আপনি কি ভেবে দেখেছেন, কেন এরকম প্রথা প্রচলিত এই দেশে? শুধুই কুসংস্কার নাকি এর পিছনে রয়েছে যুক্তিও?
রাস্তা দিয়ে যাবার সময় প্রায় বড় বড় ট্রাক, বাস, লরি কিংবা মালবাহী ভ্যানের পিছনে একটা ছেঁড়া জুতো বা চটি ঝুলতে দেখা যায়। এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আপনি কি ভেবে দেখেছেন, কেন এরকম প্রথা প্রচলিত এই দেশে? শুধুই কুসংস্কার নাকি এর পিছনে রয়েছে যুক্তিও?
রাস্তায় যেসব ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যান দেখতে পান তার পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানো শুধুমাত্র কুসংস্কারের জন্য করা হয় না। এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। আপনারা আজকের প্রতিবেদনে এর বিস্তারিত ব্যাখা পেয়ে যাবেন। এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে অজানা, প্রতিবেদনে তাই আলোচনা করা হল।
রাস্তায় যেসব ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যান দেখতে পান তার পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানো শুধুমাত্র কুসংস্কারের জন্য করা হয় না। এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। আপনারা আজকের প্রতিবেদনে এর বিস্তারিত ব্যাখা পেয়ে যাবেন। এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে অজানা, প্রতিবেদনে তাই আলোচনা করা হল।
এর পিছনের আসল কারণ হল, গাড়িটি ওভারলোডেড কী না সেটাই জানা যায় এর থেকে। প্রাচীনকালে গাড়ি ওভারলোড হয়েছে কী না, সেটা বোঝার জন্য এই ধরনের ছেঁড়া জুতো ঝোলানো হত।
এর পিছনের আসল কারণ হল, গাড়িটি ওভারলোডেড কী না সেটাই জানা যায় এর থেকে। প্রাচীনকালে গাড়ি ওভারলোড হয়েছে কী না, সেটা বোঝার জন্য এই ধরনের ছেঁড়া জুতো ঝোলানো হত।
যদি গাড়ি ওভারলোড হত, তাহলে জুতাটা মাটি ছুঁয়ে ফেলত। এর অর্থ আর যাত্রী কিংবা মাল গাড়িতে লোড করা যাবে না। আবার জুতা মাটি স্পর্শ না করলে বোঝা যেত গাড়ি এখনও ওভারলোড হয়নি।

যদি গাড়ি ওভারলোড হত, তাহলে জুতাটা মাটি ছুঁয়ে ফেলত। এর অর্থ আর যাত্রী কিংবা মাল গাড়িতে লোড করা যাবে না। আবার জুতা মাটি স্পর্শ না করলে বোঝা যেত গাড়ি এখনও ওভারলোড হয়নি।
তবে বর্তমানে মাল বোঝাই করা ট্রাকের ওজন নেওয়ার বহু উন্নত পদ্ধতি বার হয়েছে। তা সত্বেও পুরনো পদ্ধতি মেনে চলা হয় এখনও। অনেকেই ছেঁড়া জুতো বা চটি ঝুলিয়ে রাখেন। সেই পুরোনো পদ্ধতিটিই অনেকেই আজও অনুসরণ করে। সেই ট্র্যাডিশন কেউ কেউ বজায় রেখেছে।
তবে বর্তমানে মাল বোঝাই করা ট্রাকের ওজন নেওয়ার বহু উন্নত পদ্ধতি বার হয়েছে। তা সত্বেও পুরনো পদ্ধতি মেনে চলা হয় এখনও। অনেকেই ছেঁড়া জুতো বা চটি ঝুলিয়ে রাখেন। সেই পুরোনো পদ্ধতিটিই অনেকেই আজও অনুসরণ করে। সেই ট্র্যাডিশন কেউ কেউ বজায় রেখেছে।
বৈজ্ঞানিক কারণ ছাড়াও ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যানের পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানোর নেপথ্যে রয়েছে কিছু কুসংস্কারও। অনেকেই বিশ্বাস করেন, ছেঁড়া জুতো ঝোলালে কারও কুনজর পড়বে না গাড়ির উপর এবং যাত্রাপথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না।
বৈজ্ঞানিক কারণ ছাড়াও ট্রাক, বাস, লরি বা মালবাহী ভ্যানের পিছনে ছেঁড়া জুতো বা চটি ঝোলানোর নেপথ্যে রয়েছে কিছু কুসংস্কারও। অনেকেই বিশ্বাস করেন, ছেঁড়া জুতো ঝোলালে কারও কুনজর পড়বে না গাড়ির উপর এবং যাত্রাপথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না।