শরদ পাওয়ার।

Sharad Pawar Aparajita bill 2024: পথ দেখাল বাংলাই! পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও ধর্ষণ রোধে কঠোর বিল চান শরদ পাওয়ার

মুম্বই: মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐতিহাসিক অপরাজিতা নারী ও শিশু বিল সর্বসম্মতি ক্রমে পাশ করানো হয়েছে। যেখানে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড-সহ কঠোরতম শাস্তির প্রস্তাব করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিলটি পাশ হওয়ার একদিন পরেই এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্রেও একইরকম একটি বিল আনার দাবি তুলেছেন। রাজ্যের শাসকদল তৃণমূল শরদ পাওয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী) বিলে মূলত তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে জরুরি। তার মধ্যে রয়েছে ধর্ষকের ফাঁসির মতো কঠোর শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায়বিচারের ব্যবস্থা। এছাড়াও, ধর্ষণ-বিরোধী বিলটি রাজ্যের প্রতিটি জেলায় ‘অপরাজিতা টাস্ক ফোর্স’ গঠনেরও ব্যবস্থা করেছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

বুধবার রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ষণ এখন জাতীয় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই একত্রে এই সমস্যার মোকাবিলা করি। এই সমস্যার সমাধানে সমাজ সংস্কার ও মানুষের জাগরণের প্রয়োজন। অতীতেও পশ্চিমবঙ্গ এমন সংস্কার নেতৃত্ব দিয়েছে। রোগ থাকলে, তার চিকিৎসা হওয়া উচিত।” শরদ পাওয়ার বলেন, “মহারাষ্ট্রেরও বাংলার মতো কঠোর বিল আনা উচিত। আমরা এই ধরনের বিলকে সমর্থন করি”।