ছবি-এপি

Bangladesh News: স্ত্রীর শাড়িগুলো পুড়িয়ে দেখান, মশলাও জুটবে না, বাংলাদেশের ‘ইন্ডিয়া বয়কট’-কে আক্রমণ শেখ হাসিনার

ঢাকা: বাংলাদেশে শুরু হয়েছে ভারত বিরোধী আন্দোলন। জোরকদমে চলছে ‘বয়কট ইন্ডিয়া’। রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের প্রচার চালাচ্ছে বাংলাদেশের একাংশ। পুরোভাগে বিরোধী দল বিএনপি। অভিযোগ, সাধারণ নির্বাচনে টানা চারবার হারের পর দেশে ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে চাইছে তারা।

কয়েক বছর আগে মলদ্বীপেও শুরু হয়েছিল বয়কট ইন্ডিয়া আন্দোলন। বলা যায়, এই আন্দোলনে ভর দিয়েই দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় ফেরেন মহম্মদ মুইজ্জু। বাংলাদেশেও ঘুরে ফিরে আসছে সেই প্রসঙ্গ। বিরোধী দল বিএনপির অভিযোগ, আওয়ামি লিগের শেখ হাসিনা ‘ভারতপন্থী’। শুধু তাই নয়, জানুয়ারি মাসে সাধারণ নির্বাচনে হাসিনার জয়ে ভারত প্রভাব খাটিয়েছিল বলেও অভিযোগ তাদের।

আরও পড়ুন –   তাপমাত্রা বাড়তে বাড়তে সামনের সপ্তাহে কত হবে জানেন? এপ্রিলের শুরুতেই এমন দুর্ভোগ ভাবতেও পারবেন না

আরও পড়ুন –   গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন

গত মাসে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছিলেন, “নির্বাচনে ভারতের অবস্থান জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গিয়েছে। ফলে কিছু বাংলাদেশি বয়কট ইন্ডিয়া প্রচার শুরু করেছে”। বিএনপি-র আরেক বর্ষীয়ান নেতা রুহুল কবীর রিজভি ভারতের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “ভারত বাংলাদেশের জনগণকে সমর্থন করে না। আওয়ামি লিগকে সমর্থন করে। এই কারণেই মানুষ ভারতীয় পণ্য বয়কট করে ক্ষোভ প্রকাশ করছে”।

এই নিয়ে শুরুতে নীরব থাকলেও এবার পাল্টা মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-র ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঢাকায় আওয়ামি লিগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ভাষণ দিতে গিয়ে হাসিনা বলেন, “এক বিএনপি নেতা নিজের শাল পুড়িয়ে দিয়েছেন। এই বিএনপি নেতাদের স্ত্রীদের কত ভারতীয় শাড়ি আছে? ইদের আগে এক বিএনপি নেতার স্ত্রীকে ভারত থেকে আমদানি করা শাড়ি বিক্রি করতে দেখেছি”।

এরপর বিএনপির উদ্দেশ্যে তোপ দাগেন হাসিনা। বাংলাদেশের ইংরেজি নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪ প্রধানমন্ত্রী হাসিনার উদ্ধৃতি দিয়ে লিখেছে, “বিএনপি নেতারা যদি সত্যিই ভারতীয় পণ্য বর্জন করতে চান, তাহলে স্ত্রীর ভারতীয় শাড়িগুলো আগে পুড়িয়ে দেখান”। এখানেই না থেমে হাসিনা আরও বলেন, “ওঁরা ভারতীয় মশলা ছাড়া খেতে পারবেন কি না জবাব দিতে হবে। আমি জানতে চাই ওঁরা কি সত্যিই ভারতীয় পণ্য বয়কট করেছেন”?