ভেঙে পড়ার মুহূর্ত।

Shimla tunnel collapse: শিমলায় বড় বিপর্যয়! ধসের জেরে ভেঙে পড়ল সুড়ঙ্গ, দেখুন ভয়ঙ্কর ভিডিও

শিমলা: শিমলায় বড় বিপর্যয়। ভূমিধসের জেরে শিমলায় ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ। হিমাচল প্রদেশের শিমলার সানজাউলিতে এই ঘটনাটি ঘটেছে। সুড়ঙ্গে ঢোকার মুখেই এই বিপর্যয় ঘটেছে বলে জানা গিয়েছে। কৈঠলিঘাট থেকে ঢালি পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি হচ্ছিল কালকা-শিমলা জাতীয় সড়কে।

আরও পড়ুন: আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক শেষ, কী বললেন সিপি?

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। কিন্তু এই ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পারওয়ানু থেকে শিমলা পর্যন্ত চার লেনের রাস্তা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধেবেলায় কিছু পাথর এবং মাটি পড়েছিল, ঘটনাটি স্থানীয় শ্রমিকদের নজরে আসার পরেই কর্মরত শ্রমিক এবং যন্ত্রপাতি বার করে আনা হয়। পরে সুড়ঙ্গের মুখে বড় বড় পাথরে টুকরো পড়তে থাকে।

আরও পড়ুন: ছুটির আবেদন না করলেই অপসারণ! হাই কোর্টের পর্যবেক্ষণ শুনেই বড় পদক্ষেপ সন্দীপ ঘোষের

সেই সময়, ৪০০ মিটার সুড়ঙ্গের খননকার্য চালাচ্ছিল ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়া। এই খননকাজের সময়ই পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। সুড়ঙ্গ ভেঙে পড়ায় সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ঢালির কাছে জাতীয় সড়কের অবস্থা খুবই বিপজ্জনক। এখনও টানা পাথর পড়ছে। বড় কোনও বিপর্যয় ঘটতে পারে এই আশঙ্কাও করছেন অনেকে।