গাছ প্রেমী সঞ্জীব দাস

Bangla Video: বাইকের পিছনে চারাগাছ বোঝাই করে জেলায় ছুটে বেড়াচ্ছে যুবক, ব্যাপারটা কী?

মুর্শিদাবাদ: সাগরদিঘিতে ৫ হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ যুবক সঞ্জীব দাসের। লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বাইকে চেপেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে বৃক্ষরোপণ করছেন তিনি। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের এই উদ্যোগ ইতিমধ্যেই সর্বত্র সাড়া ফেলে দিয়েছে।

সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারাগাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসুচি। তাছাড়া সাগরদিঘির যেকোনও অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস। এখনও পর্যন্ত তিনি ১৬ হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপন করে চলেছেন।

আর‌ও পড়ুন: ফুলের আঘাতে মুর্ছা যাওয়ার দশা! ঠাকুর ঘরের রোজের সজ্জায় টান

এই উদ্যোগ প্রসঙ্গে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলেন, সুস্থ পরিবেশ গড়তে আমাদের এই প্রচেষ্টা। এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপণের জন্যে তুলে দেব। তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলি আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ। তিনি সবুজপ্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ। সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন, সে খুবই একজন ভদ্র ছেলে। তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে দেখতে পাওয়া যায়।

কৌশিক অধিকারী