গ্রেফতার অভিযুক্ত শুটার

North 24 Parganas News: বেলঘরিয়া-কাণ্ডে জব্বলপুর থেকে গ্রেফতার শ্য়ুটার উত্তম পাসোয়ান, শিল্পাঞ্চলে আপাত স্বস্তি

উত্তর ২৪ পরগনা: বেলঘরিয়ার রথতলায় ব্যাবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত উত্তম পাসোয়ানকে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গ্রেফতার করা হয়ে। ঘটনায় অবশেষে স্বস্তির বাণী শোনালো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। অভিযুক্তদের সকলকেই ধরা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার অলক রাজরিয়া।

১৫ জুন ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় কয়েকজনের নাম উঠে আসে। সেই সূত্র ধরে বিহার থেকে নিয়ে আসা হয় সুবোধ সিং এবং রোশন যাদবকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গুলি চালানোর ঘটনায় উত্তম প্রসাদ নামে এক ব্যক্তি জড়িত। এরপরই মধ্যপ্রদেশ থেকে উত্তম প্রসাদকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।  ঘটনায় মোট ১২ জনের নাম উঠে আসে, তার মধ্যে আটজনকে চিহ্নিত এবং গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন অন্য কেসে ভিন রাজ্যের জেলে আছে। আগামী দিনে তাদেরও তদন্তের স্বার্থে নিয়ে আসা হবে বলেও জানান পুলিশ কমিশনার।

অভিযুক্ত এই উত্তম প্রসাদই সেদিন গুলি চালিয়েছিল অজয় মণ্ডলের গাড়িতে। উত্তমের কাছ থেকে তিনটে পিস্তল উদ্ধার করে পুলিশ। এই গোটা পরিকল্পনাটি সাজিয়েছিল সুবোধ সিং। এদিন তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্তরা ধরা পড়ায় কিছুটা হলেও  স্বস্তি মিলল শিল্পাঞ্চলে।