ইন্দোরে ফের শতরান শুভমন গিলের, নিউজিল্যান্ড বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন

#ইন্দোর: একটা সময় ছিল যখন তাকে শুধু টেস্ট ক্রিকেটার হিসেবেই দেখা হত। প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনও। কিন্তু শুভমন গিলকে আক্রমনাত্মক ব্যাটসম্যান হিসেবে দাম দিত না কেউ। কৃতিত্ব দিতে হবে আইপিএল দল গুজরাত টাইটানসকে। গিলকে আক্রমণাত্মক ব্যাটসম্যান করে তোলার পেছনে তাদের অবদান অনস্বীকার্য। ওয়ান ডে ক্রিকেটে শুভমন গিলের স্বপ্নের দৌড় জারি।

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে একাধিক বিশ্বরেকর্ড গড়েন গিল। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০ রানের অনবদ্য ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এবার ইন্দোরে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের শতরান করেন শুভমন। সেই সুবাদে গড়ে ফেলেন অনবদ্য এক নজির।

৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। তিনি ইনিংসের সপ্তম ওভারে চার-ছক্কার বন্যা বইয়ে দেন। লকি ফার্গুসনের ওভারের ৬টি বলের মধ্যে ৫টিকে বাউন্ডারির বাইরে পাঠান গিল। ওভারে ৪টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন। ইন্দোরে যেভাবে সেঞ্চুরি করলেন গিল মোটামুটি পরিষ্কার বিশ্বকাপের আগে তার ওপেনিং করা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ৭

৮ বলে ১১২ রানের ইনিংস সাজানো ছিল ১৩ টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কায়। বুঝিয়ে দিলেন তাকে নিয়ে চিন্তা করতে হবে সব দলকে। বিশেষ করে ব্যাট করার সময় গিল তার উচ্চতা যেভাবে কাজে লাগাচ্ছেন সেটা দেখার মত। ফ্রন্ট এবং ব্যাক দুই পায়ে চমৎকার খেলছেন। জলের মতো ব্যাটিং করছেন পঞ্জাবের তারকা। গিলকে নিয়ে উচ্ছ্বাস চাপতে পারলেন না সুনীল গাভাস্কার থেকে রবি শাস্ত্রী।