Shubhman Gill: কোহলির রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার শুভমন গিল! বড় বয়ান রবি শাস্ত্রীর

মুম্বই: শুধু আইপিএলে একটা অন্যতম সেরা রেকর্ড তৈরি করতে পারেন শুভমন গিল। বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিতে পারেন তিনি। এবছর না হলেও সামনের বছর, এমনটাই মত রবি শাস্ত্রীর। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে, উঠতি তারকা শুভমন গিল, যিনি ২০২৩ আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন, তিনিই কোহলির ঐতিহাসিক রেকর্ড ভাঙতে পারবেন।

কারণ এই রেকর্ড ভাঙতে যেটা প্রয়োজন, তার সবই রয়েছে শুভমনের মধ্যে। ২০১৬ আইপিএলে ১৬ ম্যাচে মোট ৯৭৩ রান করেছিলেন। এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর মতে, শুভমন নিয়মিত ওপেন করেন। তাই তিনি কোহলির রেকর্ড ভাঙার বড় সুযোগ পাবেন। কারণ সেক্ষেত্রে তিনি উইকেটে টিকে গেলে অনেক বেশি রান করতে পারবেন।

শাস্ত্রী এ কথাও বলেছেন, আমার মতে, এই রেকর্ড ভাঙ্গা সত্যিই খুব কঠিন। কারণ ৯০০-এর বেশি রান বিশাল। কিন্তু একটা জিনিস হল, ওপেনিং ব্যাটসম্যানরা দু’টি অতিরিক্ত ম্যাচ এবং দুটি অতিরিক্ত ইনিংস পাবে, তাই ওপেনিং ব্যাটসম্যানরা শুধুমাত্র এই রেকর্ডটি ভাঙতে পারে। রবি মনে করেন গিল যেহেতু ভাল উচ্চতার ব্যাটসম্যান, তাই বাকিদের থেকে তার শর্ট বল খেলার ক্ষেত্রে বেশি সুবিধা হয়।

এটা তার বিরাট অ্যাডভান্টেজ। তবে রবি শাস্ত্রী মনে করেন শেষ ১০ মাস যেভাবে তিনটে ফরম্যাটে গিল নিজেকে প্রমাণ করেছে সেটা একটা মাইলফলক হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা বয়স কম হলেও শুবমন অত্যন্ত ঠান্ডা মাথার ক্রিকেটার। লম্বা ইনিংস খেলার মানসিকতা রাখে। প্রতিভার অভাব ছিল না প্রথম থেকেই। কিন্তু অভাব ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের গিয়ার বদলানো।

সেটাও রপ্ত করে ফেলেছেন পঞ্জাবের এই তরুণ ব্যাটসম্যান। তাই রবি শাস্ত্রীর মনে হচ্ছে যদি আইপিএলে বিরাট কোহলির রেকর্ড ভাঙার কেউ দাবিদার থাকেন সেটা একমাত্র শুভমন গিল। ডেভিড ওয়ার্নার এবং বাটলার কাছে গিয়েও ভাঙতে পারেননি। গিল পারবেন কিনা সময় বলবে।