Tag Archives: Ravi Shastri

ভারতের নতুন কোচে চমক! ফিরছে ‘বড়’ নাম, ৭ বছর ইনিই ছিলেন টিম ইন্ডিয়ার কোচ

মুম্বই : প্রায় সাত বছর তিনি ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে বিতর্ক যেমন আছে, তেমনই আছে সাফল্যও।

টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব ছেড়েছেন রবি শাস্ত্রী। তার পর ২০২১ সাল থেকে আবার পুরনো পেশায় ফিরেছেন। শাস্ত্রী আবার ধারাভাষ্যের কাজ শুরু করেছেন।

ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। সাফল্যও আছে তাঁর। তবে তাঁকে কখনও কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে দেখা যায়নি। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি অশ্বিনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন।

আরও পড়ুন- সিএসকে-র বিরুদ্ধে আরসিবি কত রানে বা কত ওভারে জিতলে প্লে অফে পৌছবে? কী বলছে অঙ্ক

সেই সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, আমি ভারতীয় ক্রিকেটের উঠতি তরুণ প্রতিভাদের দেখে আপ্লুত। ওদের সাহায্য করতে পারলে খুশি হব। তাঁর মুখে এমন কথার পর থেকেই আবার জল্পনা শুরু হয়েছে। তা হলে কি শাস্ত্রীই আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরছেন!

রবি শাস্ত্রীকে অশ্বিন প্রশ্ন করেছিলেন, তিনি আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরতে চান কি না! শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলের কোচ হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব সামলেছি। ভবিষ্যতে কী হবে তা কেউ আগে থেকে বলতে পারবে না। পরবর্তী সময়ে কেমন পরিস্থিতি তৈরি হবে, তাতে আমি কোনও ভাবে জড়িয়ে পড়ব কি না, তা এখনই বলা সম্ভব নয়।’’

শাস্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে আর টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী নন। তবে পরিস্থিতি যদি তাঁকে আবার সেই দায়িত্ব ফিরিয়ে দেয়, তা হলে তিনি না করবেন না। দেশের স্বার্থে কাজটা আবার করতে চান শাস্ত্রী।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই

তিনি আরও বলেছেন, কাজ করার ক্ষমতা তাঁর যতদিন থাকবে, তিনি ততদিন তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে রাজি। এমনকী তিনি আগ্রাসী ক্রিকেটের পক্ষে। আর সেই স্টাইল অফ প্লে তিনি তরুণ ক্রিকেটারগদের শেখাতে চান বলেও জানান।

উল্লেখ্য, রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে নতুন কোচের সন্ধান করছে বিসিসিআই। এরই মধ্যে ভিভিএস লক্ষ্মণ ও শেহওয়াগের নামও ভেসে উঠছে।

রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভারতকে বিশ্বকাপ জেতাবে দুই বাঁ-হাতি! বিরাট চমক

কলকাতা: ভারতে এখনও আইপিএল নিয়ে জনপ্রিয়তা এতটুকু কমেনি।  অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে। ৩০ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই।

১৫ সদস্যের এই দলে বিগ হিটারের আধিক্য দেখা গিয়েছে। কিন্তু রবি শাস্ত্রী এমন দুটি নাম নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন, যারা আইপিএল ২০২৪-এ দুরন্ত পারফর্ম করেছেন। শাস্ত্রী বলেছেন, এই দুই বাঁহাতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে প্রাণঘাতী বলে প্রমাণিত হতে পারেন।

আরও পড়ুন- নীল রঙ মুছে গেল! সেই দিন আর নেই, ভারতের বিশ্বকাপ জার্সি ঘিরে আবার বিতর্ক!

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। জয়সওয়ালকে আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেছে। তাঁর নামের পাশে আইপিএলে সেঞ্চুরিও রয়েছে।

দ্বিতীয় নাম শিবম দুবে।  আইপিএল ২০২৪-এ দুবের দুরন্ত ব্যাটিং নজর কেড়েছে নির্বাচকদের। আইপিএল ২০২৪-এর মতো ফর্মে থাকলে শিবম ভারতের সেরা অস্ত্র হতে পারেন বলে মনে করেন শাস্ত্রী।

আইসিসির শেয়ার করা ভিডিওতে রবি শাস্ত্রী বলেছেন, ‘এই দুই ভদ্রলোকের ওপর আপনাদের নজর রাখতে হবে। দুজনেই বাঁহাতি খেলোয়াড়। দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপ খেলছেন। একজন যশস্বী জয়সওয়াল, আরেকজন শিবম দুবে। ওরা দুজনেই ম্যাচ উইনার। ও তো যেন মজা করার জন্য ছক্কা মারে! স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখার মতো।

আরও পড়ুন- পুরো বদলে গেল আইপিএলের প্লে-অফের অঙ্ক! মুম্বই হায়দরাবাদকে হারাতেই জমে গেল লড়াই

ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, ‘আমার মনে হয় পাঁচ বা ৬ নম্বর পজিশনে শিবম খুব গুরুত্বপূর্ণ একজন। ওকে টিম ম্যানেজমেন্ট সেভাবেই ব্যবহার করবে বলে মনে হয়।

শাস্ত্রী আরও বলেন, ওর স্ট্রাইক রেট ২০০-র বেশি থাকে সব সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রায় সব ম্যাচে ১৯০-২০০ রান গড়ে করতে হবে, যদি প্রথমে ব্যাটিং করে।

BCCI Central Contract: বিসিসিআই চুক্তি থেকে বাদ! ‘অবাধ্য’ ঈশান-শ্রেয়সকে নিয়ে বড় কথা বললেন রবি শাস্ত্রী

মুম্বই: ভারতীয় দলের বাইরে থাকলে আর ফিট থাকলে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। বিসিসিআইয়েই এই নির্দেশ না মানার অভিযোগ ঈশান কিশান ও শ্রেয়সের বিরুদ্ধে। একই সঙ্গে ভারতীয় দল থেকে বাইরে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। দুই ‘অবাধ্য’ ক্রিকেটারের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশাণ ও শ্রেয়সকে বাদ দিয়ে বোর্ড বুঝিয়ে দিল ‘অবাধ্য’ হলে কতটা কঠোর হতে পারেন তারা।

বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কঠিন সময়ে দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানকে চোয়াল শক্ত করে লড়াই করার ও কামব্যাক করার জন্য পেপটকও দিলেন শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবী শাস্ত্রী লেখেন,”ক্রিকেটে বারবার প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে। কঠিন সময় থেকে ঘুড়ে দাঁড়িয়েছে অনেকেই। শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান তোমরা নিজেদের চোয়ালটাকে শক্ত করো! গভীর নিঃশ্বাস নাও, চ্যালেঞ্জের মুখোমুখি হও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। তোমরা তোমাদের অতীতের কৃতিত্বগুলিকে ভালো করে দেখো এবং আমার সন্দেহ নেই যে তোমরা আবার জয়ী হবে।”

এর পাশাপাশি বিসিসিআই যে পেস বোলারদের একটি আলাদা ক্যাটেগরি তৈরি করেছে, তার প্রসংশা করেছেন রবি শাস্ত্রী। এই উদ্যোগেরে জন্য জয় শাহ বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। এই উদ্যোগ এই বছরের শেষের দিকে ডাউন আন্ডারের সময় কাজে দেবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার দুটি টেস্ট সিরিজ জেতা প্রাক্তন ভারতীয় কোচ। পেস বোলারদের এই চুক্তিতে রয়েছেন, উমরান মালিক, আকাশ দীপ, বিজয় কুমার বৈশাক, যশ দয়াল এবং বিদবাথ কাওয়ারাপ্পা।

আরও পড়ুনঃ BCCI Central Contract: শুধু ঈশান-শ্রেয়স নয়, বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়লেন ৯ তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, বোর্ডের এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। এ-তে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। বি-তে রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।

সি ক্যাটেগরিতে রয়েছে সব থেকে বেশি ক্রিকেটার। তারা হলেন, রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার। এছাড়া সরফরাজ খান ও ধ্রুব জুরেন শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে চলে আসবেন।

BCCI Awards 2024 : স্বপ্নের ফর্ম গিলকে দিল সেরার পুরস্কার, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী

হায়দরাবাদ: ২০১৯ সালে হয়েছিল শেষবার। তারপর করোনা অতিমারীর কারণে মাঝে ৪ বছরের বিরতি। ফের একবার জাঁকজমকের সঙ্গে ফিরল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবার বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।

২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্ম্য়াটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।

এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্য়ে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: একসময় ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, সেই ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে নামবে ভারতের বিরুদ্ধে! জানুন বিস্তারিত

এর পাশাপাশি করোনা অতিমারী কারণে যেহেতেু ২০১৯ সালের পর মাঝের বছরগুলি বাদ গিয়েছে, সেই অ্যাওয়ার্ডও মঙ্গলবার ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফে। ২০১৯-২০ সালে মহম্মদ শামি, ২০২০-২১ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০২১-২২ সাল জসপ্রীত বুমরাহ সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া মহিলাদের বিভাগে ২০২০-২১ ও ২০২১-২২ সালে সেরার শিরোপা পেয়েছেন স্মৃতি মন্ধনা ও ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।

রবি শাস্ত্রীর স্ত্রী হতেন! একটা শর্ত বদলে দিল সব, অমৃতা সিং হন সঈফের বেগম

বলিউডের সাহসী অভিনেত্রীদের একজন  ছিলেন অমৃতা সিং। ১৯৮৩ সালে সানি দেওলের বিপরীতে 'বেতাব' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অমৃতা। সেই থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়।
বলিউডের সাহসী অভিনেত্রীদের একজন
ছিলেন অমৃতা সিং। ১৯৮৩ সালে সানি দেওলের বিপরীতে ‘বেতাব’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অমৃতা। সেই থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। রবি শাস্ত্রী ও অমৃতাকে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটোশুটে দেখা হয়েছিল।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। রবি শাস্ত্রী ও অমৃতাকে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটোশুটে দেখা হয়েছিল।
রবি শাস্ত্রী ও অমৃতা সিং সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিলেন। তাঁরা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। জানা যায়, দুই পরিবারের তরফেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। তবুও শেষমেশ সম্পর্কটা টেকেনি।
রবি শাস্ত্রী ও অমৃতা সিং সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিলেন। তাঁরা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। জানা যায়, দুই পরিবারের তরফেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। তবুও শেষমেশ সম্পর্কটা টেকেনি।
জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা। তার পরই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলে ঠিক করেন।
জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা। তার পরই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলে ঠিক করেন।
‘বেখুদি’ ছবির সময় সঈফ আলি খানের সঙ্গে দেখা হয় অমৃতার। সঈফ তাঁর চেয়ে ১২ বছরের ছোট ছিলেন। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি। ১৯৯১ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। ২০০৪ সালে দুজনেই অবশ্য আলাদা হয়ে যান। এর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সঈফ। অমৃতা এখন সারা ও ইব্রাহিমকে নিয়ে থাকেন।
‘বেখুদি’ ছবির সময় সঈফ আলি খানের সঙ্গে দেখা হয় অমৃতার। সঈফ তাঁর চেয়ে ১২ বছরের ছোট ছিলেন। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি। ১৯৯১ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। ২০০৪ সালে দুজনেই
অবশ্য আলাদা হয়ে যান। এর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সঈফ। অমৃতা এখন সারা ও ইব্রাহিমকে নিয়ে থাকেন।
রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের সম্পর্কের গুঞ্জন চলেছিল বহুদিন। তবে আত্মসম্মান বোধ থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অমৃতা।
রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের সম্পর্কের গুঞ্জন চলেছিল বহুদিন। তবে আত্মসম্মান বোধ থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অমৃতা।

Shubhman Gill: কোহলির রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার শুভমন গিল! বড় বয়ান রবি শাস্ত্রীর

মুম্বই: শুধু আইপিএলে একটা অন্যতম সেরা রেকর্ড তৈরি করতে পারেন শুভমন গিল। বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিতে পারেন তিনি। এবছর না হলেও সামনের বছর, এমনটাই মত রবি শাস্ত্রীর। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে, উঠতি তারকা শুভমন গিল, যিনি ২০২৩ আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন, তিনিই কোহলির ঐতিহাসিক রেকর্ড ভাঙতে পারবেন।

কারণ এই রেকর্ড ভাঙতে যেটা প্রয়োজন, তার সবই রয়েছে শুভমনের মধ্যে। ২০১৬ আইপিএলে ১৬ ম্যাচে মোট ৯৭৩ রান করেছিলেন। এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর মতে, শুভমন নিয়মিত ওপেন করেন। তাই তিনি কোহলির রেকর্ড ভাঙার বড় সুযোগ পাবেন। কারণ সেক্ষেত্রে তিনি উইকেটে টিকে গেলে অনেক বেশি রান করতে পারবেন।

শাস্ত্রী এ কথাও বলেছেন, আমার মতে, এই রেকর্ড ভাঙ্গা সত্যিই খুব কঠিন। কারণ ৯০০-এর বেশি রান বিশাল। কিন্তু একটা জিনিস হল, ওপেনিং ব্যাটসম্যানরা দু’টি অতিরিক্ত ম্যাচ এবং দুটি অতিরিক্ত ইনিংস পাবে, তাই ওপেনিং ব্যাটসম্যানরা শুধুমাত্র এই রেকর্ডটি ভাঙতে পারে। রবি মনে করেন গিল যেহেতু ভাল উচ্চতার ব্যাটসম্যান, তাই বাকিদের থেকে তার শর্ট বল খেলার ক্ষেত্রে বেশি সুবিধা হয়।

এটা তার বিরাট অ্যাডভান্টেজ। তবে রবি শাস্ত্রী মনে করেন শেষ ১০ মাস যেভাবে তিনটে ফরম্যাটে গিল নিজেকে প্রমাণ করেছে সেটা একটা মাইলফলক হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা বয়স কম হলেও শুবমন অত্যন্ত ঠান্ডা মাথার ক্রিকেটার। লম্বা ইনিংস খেলার মানসিকতা রাখে। প্রতিভার অভাব ছিল না প্রথম থেকেই। কিন্তু অভাব ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের গিয়ার বদলানো।

সেটাও রপ্ত করে ফেলেছেন পঞ্জাবের এই তরুণ ব্যাটসম্যান। তাই রবি শাস্ত্রীর মনে হচ্ছে যদি আইপিএলে বিরাট কোহলির রেকর্ড ভাঙার কেউ দাবিদার থাকেন সেটা একমাত্র শুভমন গিল। ডেভিড ওয়ার্নার এবং বাটলার কাছে গিয়েও ভাঙতে পারেননি। গিল পারবেন কিনা সময় বলবে।

ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন বিরাট কোহলি! অস্ট্রেলিয়া সিরিজের আগে নতুন ভাবনায় তারকা ব্যাটসম্যান

#মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত একদিনের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচ তারা জিতেছে অনেক কষ্ট করে। স্কোরবোর্ডে বড় রান তুলেও জিততে হয়েছে মাত্র ১২ রানে। আসলে বিভিন্ন দলের সঙ্গে একদিনের সিরিজ খেলে বছরের শেষে হতে চলা বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারত। কিন্তু ফেব্রুয়ারি মাসে টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে গেলে এই টেস্ট সিরিজ জিততে হবে ভারতকে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতকে ভাল পারফর্মেন্স তুলে ধরতে হলে বিরাট কোহলির রান পাওয়াটা অত্যন্ত জরুরি হতে চলেছে। শোনা যাচ্ছে, দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজ নাও খেলতে পারেন কোহলি।

আরও পড়ুন – রাহুল দ্রাবিড়ের ছেলের অনন্য কীর্তি, রাজ্য দলের অধিনায়ক এবং উইকেট কিপিং করবেন

তিনি দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন। রবি শাস্ত্রী মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির অবশ্যই রঞ্জি খেলা উচিত। তাহলে চার দিনের ম্যাচের ধকল যেমন নিতে পারবে শরীর, তেমনই আবার টেস্ট ক্রিকেটের মানসিকতায় নিজেকে নিয়ে যেতে পারবেন তিনি। অতীতে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়া সিরিজের আগে এমনটাই করেছিলেন।

ফল পেয়েছিলেন হাতেনাতে। বিরাট সেটা করলে ভালই হবে মনে করেন রবি। তবে বিরাট কোহলি নিজের মুখে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলার কথা উল্লেখ করেননি। কিন্তু এমন একটা ভাবনা তার মনের মধ্যে রয়েছে অস্বীকার করার জায়গা নেই। রবি শাস্ত্রীর পরামর্শ বরাবর মন দিয়ে শোনেন কোহলি।

অধিনায়ক হিসেবে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কাজ করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। বিরাট বরাবর স্বীকার করেন তার জীবনের রবি শাস্ত্রীর অবদান অনেকটা। তাই অস্ট্রেলিয়া সিরিজ হওয়ার আগে বিরাট কোহলি ভারতের ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন এমন সম্ভাবনা বেশ ভাল।

উল্লেখ্য দীর্ঘদিন খারাপ সময় কাটিয়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সম্প্রতি ভারতের জার্সিতে লঙ্কার বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করেন বিরাট। সাদা বলের ক্রিকেট ছেড়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের টেস্ট ক্রিকেটে আবার মন দিতে চান কিং কোহলি।

Ravi Shastri : কোচ হিসেবে আমার থেকেও বুদ্ধিমান এবং বিচক্ষণ রাহুল দ্রাবিড়! সহজ স্বীকারোক্তি শাস্ত্রীর

 

#লন্ডন: ভারতীয় দলের কোচ হিসেবে আইসিসি ট্রফি জয় করতে পারেনি তিনি। সেটা অবশ্যই একটা ব্যর্থতা। সেই ব্যর্থতা মাথা পেতে নিচ্ছেন রবি শাস্ত্রী। সম্প্রতি ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটন এবং নাসির হোসেনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শাস্ত্রী। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভারতীয় দলের কোচ হিসেবে তিনি যেটুকু সফল হয়েছেন তাতে তিনি গর্বিত।

টেস্ট ক্রিকেট দল হিসেবে তার আমলে ভারত ধারাবাহিক পারফর্ম করেছিল। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে দুবার টেস্ট সিরিজ জয় করেছিল। ইংল্যান্ডের মাটিতে এগিয়েছিল। সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিক ছিল ভারত। রবি শাস্ত্রী মনে করেন তিনি যে জায়গায় ভারতীয় দলকে রেখে গেছেন, সেখান থেকে রাহুল দ্রাবিড় কোচ হিসেবে আরো উপরে নিয়ে যাবেন দলকে।

রবি মনে করেন তার আসল জায়গা ছিল কমেন্ট্রি বক্স। যেহেতু বিসিসিআই তাকে একাধিকবার দলের প্রয়োজনে দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছিল, সেটা ফেরাতে পারেননি তিনি। রবি শাস্ত্রী সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সেটা ক্রিকেটার হিসেবেও ছিল, কোচ হিসেবেও তাই। তবে বিরাট কোহলি এবং দলের বাকিরা তার অধীনে যেভাবে লড়াকু ক্রিকেট খেলেছেন সেটা ভুলতে পারবেন না রবি শাস্ত্রী।

তিনি নিশ্চিত যেহেতু রাহুল দ্রাবিড় বয়স ভিত্তিক স্তরে কোচিং করিয়েছেন, তাই এখনকার ছেলেদের মানসিকতা বোঝার ক্ষেত্রে রাহুল অনেক বেশি এগিয়ে। বিসিসিআই একেবারে সঠিক লোককে দায়িত্ব দিয়েছে মনে করেন রবি শাস্ত্রী। সঠিক পথেই তিনি ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন।

ক্রিকেটার হিসেবে যেমন শান্ত মাথার ছিলেন রাহুল, কোচ হিসেবেও ড্রেসিংরুমে শান্তির পরিবেশ নিয়ে আসবেন তিনি। রবি শাস্ত্রী জানিয়েছেন ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে আগামী দিনে অনেক রেকর্ড ভেঙে দেবে। এমনকি টেস্ট ক্রিকেটে ধোনিকে পেছনে ফেলতে খুব বেশি দেরি হবে না তার। উইকেট রক্ষক হিসেবেও পন্থ যে অনেক উন্নতি করেছেন সেটা বোঝা যাচ্ছে।

Ravi Shastri on Rishabh Pant : টেস্ট ক্রিকেটে ধোনিকে পেছনে ফেলতে বেশি সময় নেবে না পন্থ! বড় বয়ান রবি শাস্ত্রীর

#লন্ডন: ভারতীয় ক্রিকেটের হেড কোচ থাকার সময় খুব কাছ থেকে দেখেছিলেন ঋষভ পন্থকে। রবি শাস্ত্রীর কোচিংয়ে টেস্ট ক্রিকেট শুরু করেন পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে অনবদ্য সেঞ্চুরি দিয়ে। তাই এই ছেলে লম্বা রেসের ঘোড়া বুঝে গিয়েছিলেন শাস্ত্রী।

কিন্তু অভাব ছিল ধারাবাহিকতার। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম সিরিজের সময় কীভাবে ঋষভ পন্তকে তাতিয়ে দিয়েছিলেন রবি শাস্ত্রী, সে কথা এজবাস্টন টেস্ট চলাকালীন প্রকাশ্যে এনেছেন রবি শাস্ত্রী। তিনি দাবি করেছেন যে, ভারতের তারকা উইকেটকিপার ব্যাটিংয়ে অন্য মাত্রা যোগ করেছিলেন।

রবি শাস্ত্রী, যিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন, যখন পন্ত অস্ট্রেলিয়ায় দু’টি অসাধারণ ইনিংস খেলার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও দুরন্ত ছন্দে ছিলেন। স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময়ে রবি শাস্ত্রী বলছিলেন, গত বছর আমি পন্তের সঙ্গে কথা বলেছিলাম এবং আমি ওকে বলেছিলাম যে, তুমি প্রতি বার একই ভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসছ দেখে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তুমিও নিজে বিরক্ত হচ্ছো না?

তুমি কেন অন্য় রকম কিছু করবে না, বড় কিছু করবে না.. ধরো রিভার্স সুইপের মতো কিছু? এবং আমি তখন দেখেছিলাম, ওর চোখ জ্বলছে। একজন খেলোয়াড়ের ক্ষমতাকে সমর্থন করা খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রী আরও বলেছেন, পন্ত এর পর আমেদাবাদ টেস্টে জেমস অ্যান্ডারসনকে দ্বিতীয় নতুন বলে রিভার্স সুইপ করতে যান এবং তার পরে সাদা বলের সিরিজে জোফ্রা আর্চারের বলে আরও দ্রুত এই শটটি খেলেন।

রবি শাস্ত্রী যোগ করেছেন, ও জ্যাক লিচকে কয়েক বার রিভার্স সুইপ করেছিল। পরের টেস্টে অ্যান্ডারসনের বিপক্ষে সেটাই করে। সীমিত ওভারের সিরিজে ওদের অন্যতম দ্রুততম বোলার জোফ্রা আর্চারকে এক ধাপ এগিয়ে আরও দ্রুত রিভার্স সুইপ করে। রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আত্মবিশ্বাসী খুব অল্প সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করবেন এবং ভেঙেও দেবেন ঋষভ পন্থ।

কারণ সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বোলারদের পিটিয়ে ছাতু করার ক্ষমতায় ধোনির থেকে কম যান না পন্থ। পাশাপাশি বিদেশের মাটিতে পেস বলের বিরুদ্ধে তিনি দারুণ ধারাবাহিক। শর্ট বলেও কাবু করা যায় না। তাই অচিরেই বুধি কুন্দরণ, ফারুক ইঞ্জিনিয়ার, সৈয়দ কিরমানি, মহেন্দ্র সিং ধোনিদের টপকে টেস্ট ক্রিকেটে নতুন নজির করবেন ঋষভ পন্থ।

Ravi Shastri on Hardik Pandya : আইপিএল ফাইনাল জিতবে কে? বিরাট, হার্দিকের মধ্যে কাকে বেছে নিলেন রবি শাস্ত্রী

#আমেদাবাদ: শেষের পথে আইপিএল। রবিবার ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার আগে শুক্রবার লড়াই রাজস্থান বনাম আরসিবির। এই লড়াইয়ে বিরাট কোহলির না জিতলে অবাক হবেন রবি শাস্ত্রী। ফাইনালে যাওয়ার ব্যাপারে রাজস্থানের থেকে আরসিবিকে এগিয়ে রাখছেন তিনি। ফাইনালে গুজরাত টাইটান্স বনাম আরসিবি লড়াই হলে কি হবে? কে চ্যাম্পিয়ন হবে?

রবি শাস্ত্রী মনে করেন যেহেতু গুজরাতে খেলা দর্শক সমর্থন থাকবে হার্দিক পান্ডিয়ার দলের পক্ষে। প্রথমবার আইপিএল খেলতে নেমে অনবদ্য ক্রিকেট খেলেছে গুজরাত। কিন্তু ফেলে দেওয়া যাবে না আরসিবিকে। বিরাট কোহলি, ডু প্লেসি, হাসাররাঙ্গাদের এবার মরিয়া দেখাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

তাই ফাইনালে বলা মুশকিল কে চ্যাম্পিয়ন হবে। তবে দুর্দান্ত ফাইনাল হবে গ্যারান্টি দিলেন রবি শাস্ত্রী। একটা সময় দায়িত্বজ্ঞানহীন, বখে যাওয়া ক্রিকেটের হিসেবেই তাকে দেখা হত। দামি ঘড়ি এবং গাড়ি এবং গার্লফ্রেন্ড ছাড়া যার নাম নেওয়া সম্ভব ছিল না। কিন্তু সেই মানুষটাই আজ সম্পূর্ণ বদলে গিয়েছেন।

হার্দিক পান্ডিয়া এখন অন্য মানুষ। ভারতীয় দল থেকে ছিটকে পড়া, অস্ত্রোপচার, সমালোচনা – অনেক কিছু সহ্য করতে হয়েছে। নতুন দল নিয়ে প্রথম বারেই আইপিএলের ফাইনালের উঠে উচ্ছ্বসিত গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইডেনে রাজস্থান রয়্যালসে হারানোর পর সতীর্থদেরও প্রশংসা করেছেন তিনি।

ম্যাচের পর হার্দিক বলেছেন, সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। কঠিন সময় কাটিয়ে এসেছি। শরীর, জৈব বলয়ের জীবন সব মিলিয়ে অন্যরকম সময় কাটাতে হচ্ছে। আমাকে আজকের জায়গায় পৌঁছে দেওয়ার নেপথ্যে আমার স্ত্রী-পুত্র, দাদা সকলেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।